শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

সাবওয়েতে কর্মীর  প্রস্তাব নিয়ে বিতর্ক 

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৯:১৪, ২১ নভেম্বর ২০২৫

সাবওয়েতে কর্মীর  প্রস্তাব নিয়ে বিতর্ক 

ছবি: সংগৃহীত

নিউইয়র্ক সিটি পাতাল রেল বা সাবওয়েতে ট্রেনে কতজন কর্মী থাকা উচিত? এটি এখন গভর্নরের দফতরে থাকা একটি আইনের প্রস্তাবনার মূল বিষয়, যা প্রতিটি ট্রেনে কমপক্ষে দুজন অপারেটর (চালক বা পরিচালনাকারী) রাখা বাধ্যতামূলক করবে।

পরিবহন শ্রমিক ইউনিয়নসহ এই প্রস্তাবের সমর্থকরা যুক্তি দিচ্ছেন যে এটি নিরাপত্তার জন্য অপরিহার্য। অন্যদিকে এমটিএ চেয়ারম্যান জান্নো লিবারসহ সমালোচকরা সতর্ক করছেন যে এটি খরচ বাড়িয়ে দেবে এবং নিউ ইয়র্ককে বিশ্বব্যাপী অন্যান্য ট্রানজিট সিস্টেম থেকে বিচ্ছিন্ন করে তুলবে।
টিডব্লিউইউ লোকাল ১০০-এর প্রেসিডেন্ট জন চিয়ারেলো কেন এই ইউনিয়ন এই বাধ্যতামূলক করার জন্য চাপ দিচ্ছে, তা জানাতে বুধবার ‘মর্নিংস অন ১’-এ যোগ দিয়েছিলেন।
 

শেয়ার করুন: