মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

সংবাদ সম্মেলনে প্রদর্শন করেন মেয়র

বাড়িতে অস্ত্রাগারে পরিণতকারী  সাবেক পুলিশ কর্মকর্তা গ্রেফতার

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ০০:১৪, ৩০ নভেম্বর ২০২৪

বাড়িতে অস্ত্রাগারে পরিণতকারী  সাবেক পুলিশ কর্মকর্তা গ্রেফতার

ছবি: সংগৃহীত

নিজের বাড়িকে মিনি অস্ত্রগারে পরিণতকারী নিউইয়র্ক পুলিশের সাবেক এক গোয়েন্দাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার হওয়া ডেট. থার্ড গ্রেড অ্যান্থনি সিওরটিনোর, ৩৫, বিরুদ্ধে ১৬টি অভিযোগ আনা হয়েছে বলে আইনজীবীরা জানিয়েছেন।
রিচমন্ড কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিস জানায়, অ্যান্থনির বাড়ি থেকে ১৯টি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এসবের মধ্যে একটি মেশিন গান, একটি অ্যাসাল্ট অস্ত্রও ছিল।

উদ্ধার করা অস্ত্রগুলোর মধ্যে চারটিতে কোনো ক্রমিক নম্বর নেই। এগুলোর টুকরা টুকরা অংশ সংগ্রহ করে জোড়া দেওয়া হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জেনারেল মাইকেল ই. ম্যাকমোহন এক বিবৃতিতে বলেছেন, ‘এগুলো অবৈধ ও বিপজ্জনক অস্ত্র। এগুলো স্ট্যাটান আইল্যান্ডের বাসিন্দাদের জন্য ভয়াবহ বিপদের সৃষ্টি করতে পারত।’
তিনি বলেন, অ্যান্থনি জানতেন যে এসব অস্ত্র অবৈধ। কিন্তু তারপরও তিনি সেগুলো নিজের হেফাজতে রেখেছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি নিউইয়র্ক পুলিশ বিভাগের গোয়েন্দা কর্মকর্তা হিসেবে কর্মরত থাকার সময় এসব অস্ত্র সংগ্রহ করেছিলেন। তিনি ২০১১ সালের জুলাই মাসে নিউইয়র্ক পুলিশে যোগ দিয়েছিলেন। ২০১৭ সালের ডিসেম্বরে গোয়েন্দা হিসেবে অবসর নিয়েছিলেন।
পরে নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস এসব অস্ত্র এক সংবাদ সম্মেলনে প্রদর্শন করেন।
 

শেয়ার করুন: