প্রতিকী ছবি
সাবওয়ে অপরাধ ব্যাপকভাবে বাড়তে থাকার প্রেক্ষাপটে নিউইয়র্ক পুলিশ কর্মকর্তাদের কর্মঘণ্টা বাড়ানো হয়েছে। মেয়র এরিক অ্যাডামস ‘আরো দৃশ্যমানতা, আরো চলাচলের’ ব্যবস্থা করার ইচ্ছা প্রকাশ করেছেন।
সর্বশেষ কম্পস্ট্যাট ডাটা অনুযায়ী, গত বছরের তুলনায় চলতি বছর নিউইয়র্ক সিটির ট্রানজিট অপরাধ ১৮.৩ ভাগ বেড়েছে।
সাবওয়ের এই অপরাধ বৃদ্ধির বিষয়টি সংশ্লিষ্টদের নজর এড়ায়নি। সাম্প্রতিক সময়ে কুইন্সে এক ব্রাজিলিয়ান ট্যুরিস্টের আক্রান্ত হওয়া, ব্রঙ্কসে নির্বিচার গুলিবর্ষণে একজনের নিহত এবং আরো পাঁচজনের আহত হওয়ার ঘটনাগুলো মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়েছে।
চটকদার পদ্ধতিতে অপরাধের মাত্রা কমিয়ে আনার প্রয়াসে নিউইয়র্ক পুলিশ বিভাগের ফার্স্ট ডেপুটি কমিশনার তানিয়া কিনসেলা পুলিশের শিফট ১২ ঘণ্টা করেছে।
অ্যাডামস বলেন, ‘আমরা চাই অফিসাররা ট্রেনে আরো বেশি থাকুন, প্লাটফর্মগুলোতে উপস্থিতি বজায় রাখুন, টোকেন বুথগুলোর কাছে থাকুন। অপরাধ যেখানেই হোক তা চিহ্নিত করুন।’
অ্যাডামস যে শিডিউল শিফটের ঘোষণা দিয়েছেন, তা তার ২০২২ সালের সেফটি প্লানের সময় ব্যবহৃত হয়েছে। ওই সময় তহবিল সঙ্কটের মধ্যেও পুলিশ সদস্যদের ব্যাপকভাবে সাবওয়ে সিস্টেমে দেখা গেছে।
অ্যাডামস বলেন, ‘আমাদের লক্ষ্য হলো সাবওয়ে সিস্টেমকে নিরাপদ রাখা। আমরা অপরাধ শূন্যতে নামিয়ে আনতে চাই।’