ছবি: সংগৃহীত
নিউইয়র্ক রাজ্যজুড়ে পরিচালিত বিশেষ ট্রাফিক নিরাপত্তা অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১ লাখ ৩৪ হাজারেরও বেশি মামলা (টিকিট) ইস্যু করা হয়েছে। নিউইয়র্ক গভর্নরের ট্রাফিক সেফটি কমিটি সম্প্রতি এই তথ্য প্রকাশ করেছে। মে মাসের শেষ দিকে পরিচালিত এই অভিযানে সিটবেল্ট ব্যবহার না করা এবং বেপরোয়া গতিতে গাড়ি চালানোসহ বিভিন্ন অপরাধে চালকদের জরিমানা করা হয়।
গভর্নরের ট্রাফিক সেফটি কমিটির প্রতিবেদন অনুযায়ী, এই বিশেষ অভিযানে মোট ১,৩৪,৪৩৮টি ট্রাফিক টিকিট ইস্যু করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য অপরাধগুলো হলো :
সিটবেল্ট আইন লঙ্ঘন : সবচেয়ে বেশি মামলা হয়েছে সিটবেল্ট না বাঁধার কারণে। সিটবেল্ট ব্যবহার না করায় মোট ৪৬,০৭০ জন চালক ও যাত্রীকে জরিমানা করা হয়েছে।
অতিরিক্ত গতি : বেপরোয়া গতিতে গাড়ি চালানোর দায়ে ২১,৩১০টি মামলা দেওয়া হয়েছে।
অপ্রাপ্তবয়স্কদের নিরাপত্তা : গাড়িতে শিশুদের জন্য উপযুক্ত ‘চাইল্ড সেফটি সিট’ ব্যবহার না করায় ১,১৩৮টি টিকিট ইস্যু করা হয়েছে।
অন্যান্য অপরাধ : মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, লাইসেন্সবিহীন গাড়ি চালানো এবং সিগন্যাল অমান্য করাসহ অন্যান্য ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য বাকি ৬৬,৯২০টি মামলা করা হয়েছে।
প্রশাসনের বক্তব্য : নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ মোটর ভেহিকেলস-এর কমিশনার এবং জিটিএসসি-এর চেয়ার মার্ক জে.এফ. শ্রোডার বলেন, ‘এই বিশেষ অভিযানের উদ্দেশ্য শুধুমাত্র জরিমানা করা নয়, বরং মানুষকে সিটবেল্ট ব্যবহারে উৎসাহিত করা। সিটবেল্ট জীবন বাঁচায় এবং এটি আমাদের রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নিরাপত্তা আইন।’
তিনি আরো জানান, এই অভিযানের ফলে নিউইয়র্কের রাস্তাগুলোতে দুর্ঘটনা এবং প্রাণহানির হার কমিয়ে আনা সম্ভব হবে।

















