
ফাইল ছবি
নিউইয়র্কে ‘বঙ্গখ্যাত ৭১ মনীষী’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। অতি সম্প্রতি জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় যখন এ অনুষ্ঠান চলছিলো তখন তাপমাত্রা হিমাঙ্কের নিচে। বৈরি আবহাওয়া উপেক্ষা করে সাংবাদিক আবুল কাশেম সম্পাদিত উক্ত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রবাসী কবি, লেখক, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রকাশিত ‘বঙ্গখ্যাত ৭১ মনীষী’ বই নিয়ে দীর্ঘ আলোচনা করেন উপস্থিত গুণী ব্যক্তিরা। অমর একুশে গ্রন্থমেলা-২০২২-এ ঢাকায় গ্রন্থটি প্রকাশিত হয়। বেহুলা বাংলার প্রকাশনায় বইটির পরিবেশক রকমারি ডটকম। সাদেক আলী ফাউন্ডেশন ও নিউইয়র্কস্থ শেরপুর জেলা সমিতি যৌথভাবে এ আয়োজনটি সম্পন্ন করে।
শেরপুর জেলা সমিতির মামুন রাশেদের সভাপতিত্বে এবং আশরাফুল হাসান বুলবুলের উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ‘বঙ্গখ্যাত ৭১ মনীষী’ সংকলিত বইয়ের লেখক সাংবাদিক আবুল কাশেম, সাপ্তাহিক বাঙালীর সম্পাদক কৌশিক আহমেদ, প্রবীণ সাংবাদিক মোহাম্মদ উল্লাহ, লেখক ও সাংবাদিক মইনুদ্দিন নাসের, কবি, লেখক ও প্রকাশক এবিএম সালেহ উদ্দিন ও কবি ফকির ইলিয়াস, সাপ্তাহিক প্রবাসের সম্পাদক মোহাম্মদ সাঈদ, মূলধারার রাজনীতিক মোর্শেদ আলম, সাবেক সচিব একেএম বদরুল মজিদ, ড. সুদীপ্ত দেব, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, লেখক ও রাজনীতিক শামসুদ্দিন আজাদ, প্রকৌশলী ও ব্যবসায়ী মাহফুজুল হক, জেবিবির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টুকু, বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি মহিউদ্দিন দেওয়ান, প্রবাসী আইনজীবী এন মজুমদার, আয়েশা বেগম ও সাংবাদিক আবুল কাশেমের বড় মেয়ে শায়লা শারমিন শতাব্দী।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় কন্ঠশিল্পী কৌশলী ইমা ও শাহরিন সুলতানা। শিল্পীদের তবলায় সঙ্গত করেন প্রবাসের জনপ্রিয় তববলাবাদক স্বপন দত্ত।