শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

শামীম আল আমিনের বইয়ের প্রকাশনা উৎসব

নবযুগ ডেস্ক

আপডেট: ০০:২৩, ২৫ ফেব্রুয়ারি ২০২৩

শামীম আল আমিনের বইয়ের প্রকাশনা উৎসব

অতিথিদের সঙ্গে লেখক ও সাংবাদিক শামীম আল আমিন

লেখক, সাংবাদিক প্রামাণ্যচিত্র নির্মাতা শামীম আল আমিনের নতুন বইনির্বাচিত গল্প তোমার অসীমে নিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য অনুষ্ঠান। জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে সমবেত হন লেখক, সাংবাদিক, সমাজকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব  থেকে শুরু করে বিশিষ্টজনেরা। ডায়াসপোরা নামের সদ্য আত্মপ্রকাশ করা অসাধারণ একটি সংগঠন এই প্রকাশনা উৎসবের আয়োজন করে। 

এবারের বাংলা একাডেমির অমর একুশে বইমেলায় বইটি প্রকাশ করেছে অনিন্দ্য প্রকাশ। বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। ৩০টি গল্পের বইটিতে ভূমিকা লিখেছেন খ্যাতিমান কথা সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম। ভিন্ন ভিন্ন  প্রেক্ষাপট থেকে লেখা গল্পগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে একটি মলাটে। এর মধ্যে আছে গভীর প্রেম; কখনো বিরহ। আছে পরাবাস্তব ভালোবাসা। গল্পগুলো লিখতে গিয়ে কখনো সমাজের রুঢ় বাস্তবতা; অলীক কল্পণার আশ্রয় নিয়েছেন লেখক। আবার সমাজে ঘটে যাওয়া নিষ্ঠুর ঘটনাও উঠে এসেছে গল্পে। এসেছে বিশ্বজোড়া অস্থিরতার চিত্র; বেদনা কিংবা হতাশা। গল্পের বিষয়ের ভিন্নতাই বইটির  সৌন্দর্য্য। বইটি পাঠ করতে গিয়ে পাঠক এক মলাটে বিচিত্র স্বাদ পাবেন বলে বক্তারা অনুষ্ঠানে বলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, শামীম আল আমিনের গল্প বলার ধরণ, সহজ সরল ভাষায় যাপিত জীবনকে উপস্থাপন করার দক্ষতাই লেখক হিসেবে তাকে স্থায়ী একটি আসন করে  দেবে। পাঠক প্রিয়তায় তিনি এগিয়ে যাবেন, সবার প্রত্যাশা ছিল এমনই। 

অনুষ্ঠানে কথা বলেন বিশিষ্ট কথাসাহিত্যিক পূরবী বসু, জ্যেষ্ঠ সাংবাদিক  সৈয়দ মোহাম্মদ উল্লাহ, সাংবাদিক ফজলুর রহমান, মুক্তিযোদ্ধা শিল্পী তাজুল ইমাম, সাপ্তাহিক বাঙালির সম্পাদক কৌশিক আহমেদ এবং অনিন্দ্য প্রকাশের প্রকাশক আফজাল হোসেন। বিশিষ্ট্য নাট্যশিল্পী শিরীন বকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডা. প্রতাপ দাস ধন্যবাদ জানান নাট্যশিল্পী এজাজ আলম। বিশিষ্টজনদের মধ্যে শিল্পী বাশিরুল হক, ভাস্কর আকতার আহমেদ রাশা এবং সাংস্কৃতিক সংগঠক ফরিদা ইয়াসমিন প্রতিক্রিয়া জানান।

 

শেয়ার করুন: