বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

ঢাবি ও অন্যান্য এলামনাই এসোসিয়েশনের

সম্মিলিত একুশ উদযাপনে প্রস্তুতি সভা

নবযুগ ডেস্ক

প্রকাশিত: ১৩:১৯, ২০ জানুয়ারি ২০২৩

সম্মিলিত একুশ উদযাপনে প্রস্তুতি সভা

সম্মিলিত একুশ উদযাপনে প্রস্তুতি সভায় উপস্থিতির একাংশ

আসছে মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি অভিন্ন আয়োজনে পালন করতে প্রস্তুতি সভা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন। সম্প্রতি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি সাইদা আকতার লিলি সাধারণ সম্পাদক গাজী সামসউদ্দীন স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে অন্যান্য বিশ্ববিদ্যালয় এলামনাই এবং প্রবাসের বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক, আঞ্চলিক সংগঠনের সমন্বয়ে প্রতিবছরের ন্যায় এবার ২০২৩ সালে মহান একুশ উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। 

একুশের মহান এই অনুষ্ঠানকে সফল সার্থক করার জন্য শনিবার কুইন্সের ব্রডওয়েতে প্রবাসের সকল সাংস্কৃতিক সংগঠনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় অন্যান্য বছরের ন্যায় এবারও আগামী ১২ই ফেব্রুয়ারী শিশু কিশোরদের মেধা প্রতিযোগিতা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন সাঈদা আকতার লিলি পরিচালনা করেন গাজী সামসউদ্দীন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আলপনা গুহ (আড্ডা), সবিতা দাস (বহ্নিশিখা সংঙ্গীত নিকেতন), এমদাদুল হক ( সুরছন্দ শিল্পী গোষ্ঠী), দুররে মাকনুন নবনী ( জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়), আবৃত্তিকার হোসেন শাহরিয়ার তৈমুর (বুয়েট) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নূপুর চৌধুরী, গোলাম মোস্তফা, মো. তাজুল ইসলাম, হানিফ মজুমদার, মোল্লা মুনিরুজ্জামান, রুহুল আমীন সরকার।

একুশের এই অনুষ্ঠানটি টিবিএন-২৪ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।

শেয়ার করুন: