ছবি - নবযুগ
চিটাগাং এসোসিয়েশন অফ নর্থ আমেরিকা ইনকের ট্রাস্টি বোর্ড এবং উপদেষ্টা পরিষদের নাম ঘোষণা এবং শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে আলহাজ্ব শামসুল আলম চৌধুরীকে, কো-চেয়ারম্যান করা হয়েছে কামাল হোসেন মিঠুকে এবং উপদেষ্টা পরিষদের প্রধান করা হয়েছে মোহাম্মদ সেলিমকে।
১৪ ডিসেম্বও রোববার, চার্চ ম্যাকডোনাল্ডস্থ চট্টগ্রাম সমিতির নিজস্ব কার্যালয় “চট্টগ্রাম ভবন” এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোহাম্মদ আবু তাহের।
পবিত্র কোরান তেলাওয়াত করেন মোহাম্মদ ঈসা, গীতা এবং ত্রিপিটক পাঠ করেন যথাক্রমে পল্লব রায় এবং অজয় প্রসাদ তালুকদার। গঠনতন্ত্রের সুনির্দিষ্ট ধারা মোতাবেক কার্যকরী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই দুটি পরিষদ গঠন করা হয়।
ঘোষিত ট্রাস্টি বোর্ডে যাঁরা নির্বাচিত হয়েছেন-শামসুল আলম চৌধুরী - চেয়ারম্যান, কামাল হোসেন মিঠু - কো-চেয়ারম্যান। সদস্যরা হলেন মুনির আহমেদ, এনাম চৌধুরী, সৈয়দ মোশাররাফ হোসেন (বাবর), মোহাম্মদ শাহজাহান, সৈয়দ মুরশেদ রেজবী চৌধুরী, আবুল কাশেম, মিজানুর রহমান জাহাঙ্গীর, তারিকুল হায়দার চৌধুরী, আবু তালেব চৌধুরী চান্দু। উপদেষ্টা হিসেবে যারা নির্বাচিত হয়েছেন- মোহাম্মদ সেলিম - প্রধান উপদেষ্টা। সদস্য সরোয়ার হোসেন,শাহাবুদ্দিন চৌধুরী লিটন, মোহাম্মদ দিদারুল আলম, মোহাম্মদ জামাল উদ্দিন চৌধুরী, মোহাম্মদ জাকির, মোহাম্মদ মুজিবর রহমান, মতিউর রহমান চৌধুরী, আবুল কালাম ( কানেক্টিকাট), মোহাম্মদ শাহজাহান ( নিউজার্সি) ও মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ( নিউজার্সি)।
সমিতির সভাপতি মোহাম্মদ আবু তাহের নবগঠিত দুটি পর্ষদের সকল সদস্যদের পর্যায়ক্রমে শপথ বাক্য পাঠ করান। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম এর সঞ্চালনায় শপথ পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আব্দুর রহিম, চট্টগ্রাম সমিতির দুই বারের সাবেক সভাপতি, ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হানিফ, নবগঠিত ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, সমিতির প্রতিষ্ঠাতা কোষাধক্ষ শামসুল আলম চৌধুরী, নবগঠিত উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ সেলিম, নবগঠিত ট্রাস্টি বোর্ডের কো- চেয়ারম্যান কামাল হোসেন মিঠু। নতুন ট্রাস্টি এবং উপদেষ্টাদের মধ্যে থেকে বক্তব্য রাখেন- মুনির আহমেদ, এনাম চৌধুরী, সৈয়দ মোশাররাফ হোসেন বাবর , সৈয়দ মোর্শেদ রিজভী চৌধুরী, আবুল কাশেম চট্টলা , মিজানুর রহমান জাহাঙ্গীর, আবু তালেব চৌধুরী চান্দু প্রমুখ।
উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ দিদারুল আলম, মতিউর রহমান চৌধুরী, মোহাম্মদ শাহজাহান ( নিউজার্সি)।
কার্যকরী কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক মাস্টার মোহাম্মদ কলিমুল্লাহ, সহকারী অর্থ সম্পাদক মোহাম্মদ নুরুল আমিন, সহ-সম্পাদক মোহাম্মদ আজিজ চৌধুরী সোহেল, কোষাধ্যক্ষ মোহাম্মদ শফিকুল আলম, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ঈসা,সদস্য পল্লব রায়। সংবাদ বিজ্ঞপ্তি।

















