ছবি: সংগৃহীত
নিউইয়র্ক সিটি বাংলাদেশি সিভিল সার্ভিস সোসাইটির নবনির্বাচিত কর্মকর্তাদের অভিষেক ও বার্ষিক নৈশভোজ গত ৭ ডিসেম্বর রোববার সন্ধ্যায় জ্যামাইকার আল-আকসা পার্টি হলে অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের পর স্বাগত বক্তব্য রাখেন কনভেনর আনোয়ার পারভেজ ও কো-কনভেনর মোঃ শফিকুল ইসলাম।
প্রধান নির্বাচন কমিশনার মোঃ আজহার আলী খান ও দুজন কমিশনার আওকাত হোসেন খান এবং সৈয়দ মিজানুর রহমান কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান। নবনির্বাচিত কার্যকরী কমিটির কর্মকর্তাবৃন্দ হলেনঃ প্রেসিডেন্ট-ডা. নাফিসুর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট-মাহবুব এম কবীর, ভাইস প্রেসিডেন্ট-ডা.রেজাউল কবীর, সাধারণ সম্পাদক-হেলালে আলম টিটু, যুগ্ম সম্পাদক-আনোয়ার পারভেজ, সাংগঠনিক সম্পাদক-সোহেল আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক-আরিফ আহমেদ অর্নব, সাহিত্য ও গণমাধ্যম সম্পাদক-মনজুর কাদের, অর্থ সম্পাদক-মোঃ শফিকুল ইসলাম, যুগ্ম অর্থ সম্পাদক-সাইদা হাবীব, শিক্ষা সম্পাদক-সেলিনা শারমিন, প্রয্কু্িত সম্পাদক-কাজী শাহরিয়ার মতিন, কার্যকরী সদস্য-মোঃ শানু, মোঃ রফিকুল ইসলাম, ফাতেমা খান, জোবায়ের আহমেদ রানা ও শেখ জোবায়ের শাহরিয়ার। এর পর পুনর্গঠিত এ্যাডভাজারি কমিটির পক্ষ থেকে বক্তব্য,রাখেন চিফ এ্যাডভাইজার মোঃ এফ মোমেন ভূঁইয়া।
এডভাইজারি কমিটির সদস্যবৃন্দঃ মোঃ এফ মোমেন ভূঁইয়া, মোঃ আজহার আলী খান, আওকাত হোসেন খান, মোঃ তৈয়বুর রহমান হারুন, মোঃ আবদুল্লাহ, সুজাউদ্দীন মোল্লা, মোঃ হানিফ মজুমদার, রিনা সাহা, সৈয়দ মিজানুর রহমান, ড. মোঃ তাজুল ইসলাম ও আশরাফুজ জামান।
এ পর্যায়ে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এইচ আলম টিটু। সভাপতি ডা. নাফিসুর রহমান সাতজন সহযোগী সদস্য সেলিম উদ্দীন, নাফিস খান, সুজন রায়, ইশরাত জাহান, সৈয়দা নীলুফার জাহান, বুশরা আল হামরা পারভীন ও সুলতানা পারভীনকে পরিচয় করিয়ে দেন ও বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি নিউইয়র্ক স্টেট জাস্টিস ইলেক্ট সোমা এস সাইদ বক্তব্য রাখেন। অভিষেক উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করেন গণমাধ্যম সম্পাদক মনজুর কাদের। এনবিসিএস পরিবারের সদস্য অসীম সাহাকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করেন এ্যাডভাইজার আশরাফুজ জামান ও রিনা সাহা।
সেলিনা শারমিন ও ফাতেমা খান আমাদের নবীন ভলানটিয়ার মাইশা আলম, জারিন নাবিহা, মাহির রহমান,নাভীদ রহমান, রুবাইয়াত আলী হাবীব ও ফাহমি রহমান খানকে তাদের কাজের স্বীকৃতি স্বরূপ সার্টিফিকেট প্রদান করেন। মোঃ শফিকুল ইসলাম, সাইদা হাবীব ও জোবায়ের রানা সদ্য লাইফ টাইম মেম্বারদের সার্টিফিকেট প্রদান করেন। অতিথি হিসাবে উপস্হিত এটর্নি মইন চৌধুরী ও হাসিন আরমান শুভেচ্ছা জানান।

















