ছবি: সংগৃহীত
ক্যাম্পেইন যেমন চলছে জোরেশোরে, তেমনি সবার সমর্থন পাচ্ছেন মেরী জোবাইদা। এস্টোরিয়ার বাংলাদেশী সমর্থক কিংবা অন্য যে কোন কমিউনিটির সমর্থক- সবার কন্ঠে একই কথা ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩৬ এর আসন্ন নির্বাচনে জয় হবে অ্যাসেম্বলী মেম্বার পদে মেরী জোবাইদা’র।
বক্তারা এমন কথাই জানালেন মেরীর নির্বাচনী প্রচারণায়। ষ্টেট সিনেটর জন সি লু’র পর এবার মেরী জোবাইদাকে এনড্রোস করলেন যুক্তরাষ্ট্রের মূলধারার সাথে সম্পৃক্ত বাংলাদেশী আমেরিকান এডভোকেসী গ্রুপ-বাগ। এস্টোরিয়ার ৩৬ এভিনিউর এথেন্স পার্কের সামনে গত ১৪ ডিসেম্বর, রোববার নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে এই ঘোষণা দেন বাগ-এর প্রেসিডেন্ট জয়নাল আবেদীন। খবর ইউএনএ’র।
মৌসুমের প্রথম তুষারপাতের দিন রোববার অপরাহ্নে প্রচন্ড ঠান্ডা আর বিরুপ আবহাওয়াকে উপেক্ষা করে অনুষ্ঠানে আগত বক্তারা বলেন, ভীষণ আত্মবিশ্বাসী মেরী জোবাইদা আগামীতে এস্টোরিয়াবাসীর স্বপ্ন পুরণ করবে। এসময় তারা মুহুমুহু কন্ঠে মেরী জোবাইদার নাম ধরে শ্লোগান ধরেন। জয় থেকে খুব বেশী দুরে বলে মনে করেন মেরী জোবাইদার সমর্থকরা। নির্বাচনে জয়ের জন্য সব ধরনের ধৈর্য, পরিশ্রম ও সংকল্পবোধ এই সাহসী নারীর আছে বলেও মনে করেন তার সমর্থকরা।
অনুষ্ঠানে বাগ-এর সভাপতি জয়নাল আবেদীন ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি অ্যাক্টিভিষ্ট দেওয়ান শাহেদ চৌধুরী, হারলিনডা হারনান্দেজ, আকমল খান, কয়েস আহমেদ, এমদাদ রহামন তরফদার, জাবেদ উদ্দিন, আমিনা কালাম, জাহাঙ্গীর আলম, আবুল কালাম, আব্দুল মতিন, মোহাম্মদ আলম, নুরুল হক, লিটন খান, মইনুল চৌধুরী, রোজলিন জ্যামস কারোজা, সাংবাদিক-লেখক মনিজা রহমান, লেখিকা শেলী জামান খান ও মূলধারায় নতুন প্রজন্মের প্রতিনিধি মাহতাব খান প্রমুখ।
অনুষ্ঠানে মেরী জোবাইদা বলেন, আলবেনীতে আমাদের কোন প্রতিনিধি নেই। আমরা না চাইলে কেউ আমাদের প্রতিনিধি তৈরী করে দেবে না। আমাদের সাথে কেউ পরামর্শও করে না। তবে সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসলে, কাজ করলে জয় হবেই হবে। তুষারপাতের মধ্যে প্রচন্ড ঠান্ডা আর শ্বৈত প্রবাহ উপেক্ষা করে বাগ-এর অনুষ্ঠানে আগত দেশী-বিদেশীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানান।

















