ফাইল ছবি
বৃহত্তর কুমিল্লা সমিতির নতুন সভাপতি হয়েছেন ডা. ইনামুল হক। সাধারণ সম্পাদক হয়েছেন ছিদ্দিক পাটোয়ারী। সোমবার জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজার হলরুমে সমিতির প্রধান নির্বাচন কমিশনার শামসুদ্দীন শামীম ২১ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটির নাম ঘোষণা করেন।
এসময় অপর দুই কমিশনার মো. আকতার হোসেন মোল্লা ও মো. শাহনেওয়াজ সরকার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. মো. ইনামুল হক এমডি এবং পরিচালনা করেন সাধারন সম্পাদক মো. জাহাঙ্গীর সরকার। অন্যান্যের মধ্যে মঞ্চে উপবিষ্ট ছিলেন সোসাইটির সাবেক কর্মকর্তা ও রুপসী চাঁদপুর ফাউন্ডেশনের সাবেক প্রধান নির্বাচন কমিশনার মো. জামান তপন, সভাপতি মাওলানা মাসুম, কুমিল্লা সেসাইটির সভাপতি আবুল খায়ের আখন্দ, রুপসী চাঁদপুর ফাউন্ডেশনের সাবেক সভাপতি আমিন খান জাকির, রুপসী চাঁদপুর ফাউন্ডেশনের সভাপতি মামুন মিয়াজি, ইউনুছ সরকার, তারা ও নির্বাচন কমিশন সদস্যরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে অন্যদের মধ্যে রয়েছেন সিনিয়র সহ সভাপতি মো. ইউনুছ সরকার, সহ সভাপতি মো. জাহাঙ্গীর সরকার, সহ সভাপতি মো. দলিলুর রহমান, সাধারন সম্পাদক মো. এ ছিদ্দিক পাটোয়ারী, সহ সাধারন সম্পাদক সোহেল গাজী, অর্থ সম্পাদক মো. বাসেদ ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মো. হান্নান ভূঁইয়া, প্রচার সম্পাদক মো. সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক নাদিম ইকবাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. জাকির হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক মো. নাজমুল হোসেন মামুন, মহিলা সম্পাদিকা ফারহানা আক্তার, সদস্য আলহাজ্জ্ব ফিরোজুল ইসলাম পাটোয়ারী, মিয়া মো. দুলাল, হাজী মো. ইসমাঈল মিয়া, মো. নুরুল ইসলাম, আবুল খায়ের আখন্দ, নূর মোহাম্মদ, সদস্য আলমগীর হোসেন, সদস্য মো. মনির হোসেন।