রোববার, ১১ জানুয়ারি ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

শেখ আখতারুল  ইসলামের ইন্তেকাল 

নিউইয়র্ক

প্রকাশিত: ১৪:৪১, ৯ জানুয়ারি ২০২৬

শেখ আখতারুল  ইসলামের ইন্তেকাল 

ছবি: সংগৃহীত

নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাবেক আইনজীবী, বিশিষ্ট রাজনীতিবীদ, বীর মুক্তিযোদ্ধা শেখ আখতারুল ইসলাম (৭৪) আর নেই। গত ৪ জানুয়ারী, রোববার সকালে তিনি নিউইয়র্কস্থ একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি শেখ হাসিনা স্বদেশ প্রতাবর্তন সংগ্রাম পরিষদ যুক্তরাষ্ট্র-এর সদস্য সচিব ও নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি শেখ আতিকের বড় ভাই। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। বসবাস করতে নিউইয়র্কের লং আইল্যান্ডে। ছয় ভাই ও চার বোনের মধ্যে তিনি ছিলেন জ্যেষ্ঠ। 
জানা গেছে, রোববার সকাল সাড়ে নয়টার দিকে চিকিৎসা কেন্দ্রের এক সেবিকা ওষুধ দিতে এগিয়ে গিয়ে বুঝতে পারেন- আখতার উল ইসলাম আর নেই। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। এক মেয়ে বৈবাহিক সূত্রে কানাডায় বসবাস করেন। ২০১১ সাল থেকে পরিবার নিয়ে নিউইয়র্কে বসবাস করলেও পেশা ও মাটির টানে তিনি নিয়মিত দেশে যাতায়াত করতেন।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর, শেখপাড়া গ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান আখতার উল ইসলাম মুক্তিযুদ্ধের পর থেকেই একজন ছাত্রনেতা হিসেবে জেলা পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন। আগ্নিঝরা যৌবনে ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের রাজনীতিতে সক্রিয় ছিলেন। প্রবাস জীবনের আগে তিনি ড. কামাল হোসেন নেতৃত্বাধীন গণ ফোরামের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। 
মরহুমের মামাতো ভাই, যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য জিল্লুর রহমান জিল্লু জানান, শনিবার (৩ জানুয়ারী) তিনি (শেখ আখতারুল ইসলাম) ফেসবুকে সচল ছিলেন। তাঁর জীবনের শেষ পোষ্টিংটি শনিবার দিয়েছেন। সপ্তাহ কয়েক আগে হাসপাতালে তাঁকে শেষ দেখে এসেছিলাম। 
এদিকে মরহুম শেখ আখতারুল ইসলামের নামাজে জানাজা গত ৫ জানুয়ারী, সোমবার বেলা ১টায় মসজিদ দারুল কুরআনে (১৫১৪ ই থার্ড এভিনিউ বে-শোর, নিউইয়র্ক ১১৭০৬) অনুষ্ঠিত হয়। জানাজায় বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমনি সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সহ সর্বস্তরের বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশ নেন।  জানাজা শেষে স্থানীয় কবরাস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয়। 
যুক্তরাষ্ট্র আ লীগের গভীর শোক: নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি শেখ আতিকের বড় ভাই এডভোকেট শেখ আক্তার উল ইসলাম-এর ইন্তেকালে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষে সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে পরকালে সর্বশক্তিমান আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন সেই কামনাই করেছেন। 
এছাড়াও শোক প্রকাশ করেছেন নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মিয়া ও সাধারণ সম্পাদক শাহীন আজমল, শেখ হাসিনা স্বদেশ প্রতাবর্তন সংগ্রাম পরিষদ যুক্তরাষ্ট্র-এর আহ্বায়ক ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান প্রমুখ।
 

শেয়ার করুন: