রোববার, ১১ জানুয়ারি ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

জেএমসির নতুন  কর্মকর্তাদের  পরিচিতি

নিউইয়র্ক

প্রকাশিত: ১৪:৩৬, ৯ জানুয়ারি ২০২৬

জেএমসির নতুন  কর্মকর্তাদের  পরিচিতি

ছবি: সংগৃহীত

দায়িত্বভার গ্রহণের পর জ্যামাইকা মুসলিম সেন্টারের নতুন কর্মকর্তারা (২০২৬-২০২৭) আল-মামুর মসজিদে মুসল্লিদের সঙ্গে পরিচিত হয়েছেন গত ২ জানুয়ারি শুক্রবার জুমার নামাজের সময়। তারা জেএমসি পরিচালনায় মুসল্লিদের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। নতুন সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম দেলোয়ারের সঞ্চালনায় বিদায়ী সভাপতি ডা. মোহাম্মদ মাহমুদুর রহমান নতুন কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন। শুভেচ্ছা বক্তব্য দেন নতুন সভাপতি ডা. নাজমুল এইচ. খান। এসময় অন্যান্য কর্মকর্তাদের অনেকেই উপস্থিত ছিলেন।

নতুন কমিটি: সভাপতি ডা. নাজমুল এইচ. খান, সহ-সভাপতি আফতাব উদ্দীন মান্নান, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. নাসির উদ্দিন, কোধাধ্যক্ষ সৈয়দ এম. রহমান লাবলু এবং সহকারী কোষাধ্যক্ষ শাহাদাত হাসান। কার্যকরী সদস্যরা হলেন- ইঞ্জিনিয়ার মোহাম্মদ এন. আহসান, মোহাম্মদ আই. রাশেদ রানা, মোহাম্মদ সাবুল উদ্দীন, আজহার হক, জুলকার এন. হায়দার, মোহাম্মদ সাইফুল ইসলাম ও শায়েব বখত।
ট্রাস্টি বোর্ড: চেয়ারম্যান ডা. মোহাম্মদ এম. রহমান তুহিন, ভাইস চেয়ারম্যান এনাম মোহাম্মদ হক, মোহাম্মদ সাব্বির তাহের আবির, মহিবুল ইসলাম, মোহাম্মদ আসাবুর রহমান সাবু, ডা. মুজিবুর রহমান, মোহাম্মদ এ মুকিত এবং ডা. মোহাম্মদ এস. আহমেদ হুমায়ূন।
 

শেয়ার করুন: