রোববার, ১১ জানুয়ারি ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

বৃহত্তর নোয়াখালী  সোসাইটির  অভিষেক

নিউইয়র্ক

প্রকাশিত: ১৪:৩৪, ৯ জানুয়ারি ২০২৬

বৃহত্তর নোয়াখালী  সোসাইটির  অভিষেক

ছবি - নবযুগ

বৃহত্তর নোয়াখালী সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান গত ১৫ ডিসেম্বর সন্ধ্যায় ব্রুকলিনের জলসা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। তিন পর্বে বিভক্তি এই অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাজমুল হাসান মানিক। অভিষেক অনুষ্ঠানের সদস্য সচিব মাইনুলউদ্দীন মাহবুবের পরিচালনায় মঞ্চে উপবিষ্ট ছিলেন সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হাজী মফিজুর রহমান, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ সোহেল হেলাল, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আব্দুর রব মিয়া, অভিষেক অনুষ্ঠানের আহ্বায়ক আনোয়ারুল আজিম। সদস্য সচিবকে সহযোগিতা করেন সাবেক সাধারণ সম্পাদক ইউছুপ জসীম।

ধর্ম ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মুহাম্মদ মনজুরুল করিমের কোরআন তেলাওয়াত এবং বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন শেষে বক্তব্য রাখেন-ট্রাস্টি বোর্ডের সদস্য খোকন মোশাররফ, রফিকুল ইসলাম ভূঁইয়া, উপদেষ্টা পরিষদের সদস্য শাহ আলম, প্রতিষ্ঠাতা সদস্য রেজাউল করিম চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, সংগঠনের সাবেক সভাপতি সালাম উল্যাহ, সন্দ্বীপ সোসাইটির সভাপতি ফিরোজ আহমেদ, মাওলানা ইব্রাহিম, লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট সোসাইটির সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী, নির্বাচন কমিশনের সদস্য মোস্তাক হোসেন মোশারেফ, অধ্যাপক একেএম ইব্রাহিম চৌধুরী রতন, মোহাম্মদ ফারুক আহমেদ, মোহাম্মদ আব্দুল মান্নান, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক নূরুল আমীন, সাবেক নির্বাচন কমিশনার আবু নাসের, কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. নূর আলম সিদ্দিকী মুন্না, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সবুজ, বৃহত্তর নোয়াখালী সোসাইটির সিনিয়র সহ-সভাপতি তাজু মিয়া, মাসুদুর রহমান, প্রচার সম্পাদক ও প্রকাশিত ভুলুয়া ম্যাগাজিনের সম্পাদক মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ), সাংবাদিক শিবলী চৌধুরী কায়েস, লক্ষ্মীপুরের চেয়ারম্যান মিন্টু চৌধুরী প্রমুখ।
এই অনুষ্ঠানে ৫ থেকে ৭ মিলিয়ন ডলার ব্যয়ে কমিউনিটি সেন্টার নির্মাণের ঘোষণা দিয়েছেন বৃহত্তর নোয়াখালী সোসাইটির নবনির্বাচিত সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটির অতিপরিচিত মুখ জাহিদ মিন্টু। সেই সঙ্গে ফিউনারেল হোম প্রতিষ্ঠারও ঘোষণা দেন।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ সোহেল হেলাল। শপথ বাক্য শেষে অভিষিক্ত কর্মকর্তাদের ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। সেই সঙ্গে সাটির্ফিকেট প্রদান করা হয়।
অভিষিক্ত কর্মকর্তারা হলেন-সভাপতি জাহিদ মিন্টু, সিনিয়র সহ-সভাপতি তাজু মিয়া, সহ-সভাপতি এনামুল হক রুমি, সাধারণ সম্পাদক এএসএম মাইনউদ্দিন পিন্টু, সহ-সাধারণ সম্পাদক সালেহ আহমেদ চৌধুরী রুবেল, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম, সহ-কোষাধ্যক্ষ জামাল উদ্দিন, প্রচার সম্পাদক মাহমুদুল হাসান, ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক মুহাম্মদ মজরুল করিম, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আব্দুর রহিম, দফতর সম্পাদক মোহাম্মদ রেজাউল হক শামীম, কার্যকরি সদস্য আনোয়রুল আজিম, ইকবাল হোসেন, এএসএম মাইনউদ্দিন বাবুল, মাহমুদুল হক, হাসানুজ্জামান বাদল। হল ভর্তি অডিটোরিয়ামে সংগঠনের কল্যাণে কাজ করার জন্য বিদায়ী সভাপতি নাজমুল হাসান মানিক, বিদায়ী সাধারণ সম্পাদক ইউছুপ জসীম, উপদেষ্টা শাহ নাসের স্বপন, উপদেষ্টা মাইনুল উদ্দিন মাহবুবকে ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ কার্যকরি কমিটির সদস্যদের বৃহত্তর নোয়াখালীর বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে অভিনন্দন জানান। অভিষেক অনুষ্ঠানে বৃহত্তর নোয়াখালীবাসী ছাড়াও কমিউনিটির সর্বস্তরের গণ্যমান্য এবং প্রতিধিত্বশীল সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তা ছাড়া মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। অডিটোরিয়ামে স্থান সংকুলান না হওয়ায় অনেককেই হলের বেইসমেন্টের দ্বিতীয় হলে অবস্থান নিতে হয়। তবে অনেকেই অভিমত ব্যক্ত করে বলেছেন, অনেক দিন পর অসাধারণ একটি অনুষ্ঠানের আয়োজন করেছে নোয়াখালী সোসাইটি। অভিষেক অনুষ্ঠান উপলক্ষে মাহমুদুল হাসানের সম্পাদনায় ভুলুয়া নামে একটি ম্যাগজিন প্রকাশ করা হয়। অনুষ্ঠানে এই ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে সংগীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব ও কৃষ্ণা তিথি।
 

শেয়ার করুন: