ছবি: সংগৃহীত
নিউইয়র্ক পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) পদোন্নতি লাভ করেছেন ১২ জন বাংলাদেশি আমেরিকান। তাদের মধ্যে বেশকয়েকজন সার্জেন্ট থেকে লেফটেন্যান্ট এবং অন্যরা অফিসার থেকে সার্জেন্ট হয়েছেন। ২৫ সেপ্টেম্বর মঙ্গলবার ওয়ান পুলিশ প্লাজায় আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে তাদের হাতে পদোন্নতির সার্টিফিকেট তুলে দেন পুলিশ কমিশনার জেসিকা টিশ।
তারা সবাই বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (বাপা)-এর গর্বিত সদস্য। বাপার মিডিয়া লিয়াঁজো ডিটেকটিভ জামিল সারোয়ার জানান, নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে কর্মরত একদল বাংলাদেশি বংশোদ্ভূত কর্মকর্তার অসাধারণ পদোন্নতির খবরে বাপা গভীর আনন্দ ও গর্ব প্রকাশ করেছে।
তিনি জানান, এনওয়াইপিডির লেফটেন্যান্ট সাজেদুর রহমানকে মর্যাদাপূর্ণ লেফটেন্যান্ট স্পেশাল অ্যাসাইনমেন্ট পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তার জন্য বাপার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। লেফটেন্যান্ট সাজিদ নিষ্ঠা, পেশাদারিত্ব এবং কমিউনিটির প্রতি অঙ্গীকার তাকে এই গুরুত্বপূর্ণ অর্জনের স্থানে পৌঁছে দিয়েছে।
পদোন্নতিপ্রাপ্ত অন্যরা হলেন- সার্জেন্ট থেকে লেফটেন্যান্ট পদে পদোন্নতিপ্রাপ্ত সাইফুল ইসলাম, মো. সামসুদ্দিন এবং ফুহাদ হুসেইন। বাপা বলছে, তাদের দীর্ঘদিনের অবদান ও দায়িত্বশীলতার ফলস্বরূপ এই স্বীকৃতি এসেছে।
এদিকে বাংলাদেশি-আমেরিকান পুলিশ অফিসার সোনিয়া বড়ুয়া, আবু আজিম, মঈনুল তালুকদার, কামরুল ইসলাম, জিএম রহমান, নাসরিন আলম, সামু মিয়া, মোহাম্মদ রহমান এবং হারুনুল হাসান সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছেন।
বাপা জানায়, এই কর্মকর্তাদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও কমিউনিটির প্রতি অঙ্গীকার তাদের এই অর্জনে পৌঁছে দিয়েছে। সংগঠনটি বিশ্বাস করে, ভবিষ্যতেও তারা নিউইয়র্ক শহরে বাংলাদেশি কমিউনিটির সুনাম আরও উজ্জ্বল করবেন।বাপার পক্ষ থেকে বলা হয়, ‘আপনাদের প্রতিটি অর্জন আমাদের গর্বিত করে। আমরা আপনাদের আরও সাফল্য কামনা করি।’

















