বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

মানব সেবায় ব্যাপক কাজ  করছে ‘হেল্পিং হ্যান্ড’ চট্টগ্রাম 

নিউইয়র্ক

প্রকাশিত: ২২:১৯, ২১ মার্চ ২০২৫

মানব সেবায় ব্যাপক কাজ  করছে ‘হেল্পিং হ্যান্ড’ চট্টগ্রাম 

ছবি - নবযুগ

যুক্তরাষ্ট্রস্থ প্রবাসীদের সংগঠন “হেল্পিং  হ্যান্ড চট্টগ্রাম- ইউ এস”  গত চার বছর নিভৃত্তে মানব সেবার কাজ করে যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশের অভাবী পরিবারগুলোকে জরুরী সহায়তা প্রদান করে আসছে। গত বছর রামাদ্বান থেকে এ বৎসর রামাদ্বানের আগ পর্যন্ত দেশের প্রত্যন্ত অঞ্চল উত্তর বঙ্গ থেকে শুরু করে রাঙামাটির দুর্গম এলাকা পর্যন্ত প্রায়  ১৯ টি  এতিমখানায় ইফতারি সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার ২৫ জন খুব অসহায় মেধাবী শিক্ষার্থীদের পুরো বছরের জন্য শিক্ষাবৃত্তি প্রদান করা হয় এবং এই প্রকল্প চলমান। 

করোনা সংকটে সহযোগিতার পরেও এই সংস্থা গরিব ও অসহায় রোগীদের কৃত্রিম পা সংযোজন, হুইল চেয়ার বিতরণ, চিকিৎসা সহায়তা প্রদান ইত্যাদি মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করা আসছে। 
অচিরেই প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষদের জন্য চক্ষু শিবির ও মহিলাদের গাইনি চিকিৎসা সহায়তার উদ্যোগ নেয়া হচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি। 
 

শেয়ার করুন: