
ছবি - নবযুগ
গত ২৮ ফ্রেব্রুয়ারি, শুক্রবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হল বাংলাদেশের সমসাময়িক বিষয় ও প্রবাসীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে যুক্তরাষ্ট্র ইন্টার স্টেট বিএনপির উদ্যোগে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ইন্টার স্টেট বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ।
লিখিত বক্তব্য পাঠ করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ইন্টার স্টেট বিএনপির সভাপতি কাজী সাখাওয়াত হোসাইন আজম। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সালেহ চৌধুরী, যুক্তরাষ্ট্র জাসাস সদস্য সচিব জাহাঙ্গীর সোহরাওয়ার্দী, নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম সভাপতি নাঈম টুটুল, কোকো স্মৃতি পরিষদের সভাপতি শাহাদাত হোসাইন রাজু, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, বিশিষ্ট বিএনপি নেতা হারুন চেয়ারম্যান, মুক্তিযুদ্ধা মশিউর রহমান ও ফরহাদ। লিখিত বক্তব্যে এই বছরেই দ্রুত নির্বাচন এর তারিখ ঘোষণা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এসএসঅফর মাধ্যমে পূর্ণ নিরাপত্তা প্রদান, প্রবাসী ভোটাধিকার ও এনআইডি প্রদান সহ মোট ষোলটি দাবি উত্থাপন করা হয়। সাংবাদিকদের বিভ্ন্নি প্রশ্নের জবাব দেন কাজী আজম, ফিরোজ আহমেদ, সালেহ চৌধুরী ও হারুন চেয়ারম্যান প্রমুখ।