ছবি: সংগৃহীত
একাত্তুরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভার মধ্যদিয়ে বাংলাদেশের মহান বিজয় দিবস পালন করেছে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন নর্থ আমেরিকা ইনক। এ উপলক্ষ্যে গত ১৬ ডিসেম্বর সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের একটি রেষ্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ এবাদুল হক এবাদ।
অনুষ্ঠানের শুরুতে একাত্তুরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর পরিবেশিত হয় জাতীয় সঙ্গীত। আলোচনায় অংশ নেন এসোসিয়েশনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবিএম ওসমান গণি, ভাইস চেয়ারম্যান মফিজুর রহমান দুলাল ও প্রফেসর মিজানুর রহমান, ট্রাস্টি বোর্ডের সদস্য ছাইদুর খান ডিউক, উপদেষ্টা আজিজুর নাহার মুকুল, এক্সিকিউটিভ কমিটির ভাইস চেয়ারম্যান জুবায়ের আহম্মেদ রানা, সালাহউদ্দিন আহম্মেদ, সমাজকল্যাণ ডাইরেক্টর মোহাম্মদ মাহফুজুল হক, ট্রেজারার বিশ্বজিত পাল সদস্য খাদিজা আকুঞ্জি প্রমুখ। প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী কিশোরগঞ্জবাসী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এবিএম ওসমান গণি একাত্তুরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে হবে। তা নাহলে শহীদদের আতœা শান্তি পাবে না এবং আমরা স্বাধীন দেশের স্বাদও পাবো না। তিনি বলেন, দেশের মানুষ ভালো না হলে দেশের উন্নয়ন হবে না। দু:খজনক হলেও সত্য দেশের রাজনীতিবীদরা নিজের আর দলের স্বার্থ ছাড়া কিছু বুঝে না। দেশের চেয়ে দল বড় আর দলের চেয়ে ব্যক্তি বড় হয়ে পড়ছে। দেশের ৯৮ ভাগ মানুষ দূর্নীতিগ্রস্ত। ভালো লোক রাজনীতিতে আসছে না। তিনি বলেন, দেশের মানুষের চেয়ে প্রবাসীরাই বেশী দেশ প্রেমিক।
মফিজুর রহমান দুলাল বলেন, আগে আমাদের ইতিহাস জানতে হবে। আমরা কিভাবে বিজয় অর্জন করেছি তা ভাবতে হবে। সবার মনে রাখতে হবে একাত্তুরে আমাদের বিজয়, গৌরবের বিজয়।
প্রফেসর মিজানুর রহমান মুক্তিযুদ্ধের লোমহর্ষক স্মৃতির কথা তুলে ধরে বলেন, দেশের সকল মানুষের সমর্থন আর শহীদদের ত্যাগের বিনিময়ে আমরা বিজয় অর্জন করেছি। সেই বিজয়ের আনন্দ আজো অনুভব করি। কিন্তু দেশটা না গড়ে আমরাই তিলে তিলে শেষ করে দিচ্ছি। আমারা দেশের জন্য ভালো নেতা তৈরী করতে পারছি না- এটা আমাদের ব্যর্থতা।
ছাইদুর খান ডিউক শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ৯ মাস যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন হয়েছি, দেশ পেয়েছি, পতাকা পেয়েছি, কিন্তু স্বাধীনতার স্বাদ পাইনি। কিন্তু দেশের মানুষের মধ্যে দেশপ্রেমের অভাবের কারণে আমরা কাঙ্খীত বিজয় আরো অর্জন করতে পাইনি। তিনি কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন মাধ্যমে এলাকার উন্নয়নে ভূমিকা রাখার উপর গুরুতারোপ করেন।
সভাপতির বক্তব্যে এবাদুল হক এবাদ তার বক্তব্যে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতা এবং শহীদদের স্মরণ করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে দে গড়ার আহ্বান জানান।

















