শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

হাদি’র খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির  দাবিতে কনস্যুলেটে স্বারকলিপ

নিউইয়র্ক

প্রকাশিত: ১৬:৩৯, ২৬ ডিসেম্বর ২০২৫

হাদি’র খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির  দাবিতে কনস্যুলেটে স্বারকলিপ

ছবি - নবযুগ

ন্যায় ও ইনসাফের পক্ষে এক অপ্রতিরোধ্য কণ্ঠস্বর ও চব্বিশের জুলাইয়ের অন্যতম আপসহীন নায়ক ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি’র খূনীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী ও তাঁর রুহের মাগফেরাত কামনায় গায়েবানা জানাজা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

হিউম্যান রাইটস এন্ড ডেভেলপমেন্ট ফর বাংলাদেশ (এইচআরডিবি) ব্যানারে শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুমা জ্যাকসন হাইটসে মসজিদ নামিরাহ (মুনা সেন্টার) গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে বিকাল ৩টায় নিউইয়র্ক কনস্যুলেট অফিসে এইচআরডিবি অন্যতম পরিচালক মাহবুবুর রহমানের নেতৃত্বে স্বারকলিপি প্রদান করা হয়। নিউইয়র্কস্থ কনস্যুলেট অফিসের ফাস্ট সেক্রেটারী কনসাল আরিফুর রহমান ও কামরুন নাহার স্বারকলিপি গ্রহন করেন। এছাড়া কনস্যুলেট অফিস এইচআরডিবি’র নেতৃবৃন্দের দাবি গুলো মনোযোগ সহকাওে শোনের। এ সময়ে এইচআরডিবি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, নঈম উদ্দিন, নাসির উদ্দিন আহমেদ, হামিমুর রহমান হামিম, মোহাম্মদ সাঈদ, আব্দুস সবুর, আবুল কালাম, জহির উদ্দিন, মিজানুর রহমান ভূইয়াসহ আরো অনেকে।
জানাজার আগে সংক্ষিপ্ত আলোচনায় মসজিদ নামিরাহ’র সভাপতি ও নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার মরহুম শহীদ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা করে বলেন, একটি গুলির বিপরীতে সপ্তাহব্যাপী লড়াই শেষে রেখে গেলেন সাহস, প্রতিবাদ ও বিদ্রোহের মতো কিছু শব্দ, যার প্রতিচ্ছবি ছিলেন হাদি নিজেই। শরিফ ওসমান হাদি ছিলেন এক সাহসী, দেশপ্রেমিক ও আপসহীন রাজনৈতিক কর্মী। তিনি আজীবন অন্যায়, অবিচার ও শোষণের বিরুদ্ধে নির্ভীক কণ্ঠস্বর হিসেবে সংগ্রাম করে গেছেন। জুলাই¬ গণঅভ্যূত্থানের পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে তিনি জুলাইয়ের যোদ্ধাদের ন্যায্য অধিকার রক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা এবং জাতীয় স্বার্থ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর চিন্তা, বক্তব্য ও অবস্থান সমাজে ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠাই মূল লক্ষ্য ছিল। গায়েবানা জানাজার নামাজের ইমামতি করেন হাফিজ হাসান আব্দুল্লাহ।
 

শেয়ার করুন: