বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে  মুনা’র শোক প্রকাশ

নিউইয়র্ক

প্রকাশিত: ১৫:১৭, ২ জানুয়ারি ২০২৬

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে  মুনা’র শোক প্রকাশ

ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে উত্তর আমেরিকা বাংলাদেশি-আমেরিকানদের সর্ববৃহৎ ইসলামি সংগঠন মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সংগঠনটির ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলায়ার হোসাইন ও ন্যাশনাল এক্সিকিউটিভ ডাইরেক্টর আরমান চৌধুরী যৌথ বিবৃতিতে এ শোক প্রকাশ করেন।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর সংগ্রাম সব গোষ্ঠী ও মতের ঊর্ধ্বে। আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানাই।
বিবৃতিতে মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন ও ন্যাশনাল এক্সিকিউটিভ ডাইরেক্টর আরমান চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের অন্যতম বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। ১৯৯১ সালে তিনি দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস সৃষ্টি করেন এবং গণতান্ত্রিক উত্তরণের এক সংকটময় সময়ে জাতিকে নেতৃত্ব দেন। তাঁর দীর্ঘ কর্মজীবন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক স্থায়ী প্রভাব ফেলেছে এবং বিশেষ করে নারীদেরকে জনজীবনে ও জাতীয় নেতৃত্বে অংশগ্রহণে অনুপ্রাণিত করেছে।  
নেতৃদ্বয় বলেন, এই জাতীয় শোকের মুহুর্তে বাংলাদেশি-আমেরিকান সকল জনগণ মহান রবের দরবারে দোয়া করছি, আল্লাহ (সুবহানাহু ওয়াতাআলা) তাঁর (মরহুমার) ত্রুটি-বিচ্যুত ক্ষমা করুন, তাঁকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং এই কঠিন সময়ে তাঁর পরিবার, প্রিয়জন ও শুভান্যুধায়ীদের ধর্য্য ধরার তৌফিক দান করুন। তাঁর জীবনের সকল কর্মযজ্ঞ স্মরণীয় হয়ে থালংক এবং বাংলাদেশের জনগণের জন্য শান্তি ও স্থিতিশীলতা বিরাজ করুক এই দোয়াই করছি।
উল্লেখ্য যে, মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা একটি আমেরিকান মুসলিম সংগঠন যা মানবতার সেবার মাধ্যমে সমাজের উন্নয়নে নিবেদিত। ১৯৯০ সাল থেকে মুনা ইসলামিক বিশ্বাস, শিক্ষা এবং সামাজিক পরিসেবা সম্পর্কে সচেতনতা তৈরিতে নিজেদের নিয়োজিত করে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক উন্নয়নে কাজ করে আসছে।
 

শেয়ার করুন: