মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

সেলিম-আলী প্যানেলের  বিজয় উৎসব   সোমবার

নিউইয়র্ক

প্রকাশিত: ১৯:২৪, ৮ নভেম্বর ২০২৪

সেলিম-আলী প্যানেলের  বিজয় উৎসব   সোমবার

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সোসাইটির নির্বাচনে বিজয়ী ‘সেলিম-আলী’ প্যানেলের বিজয় উৎসব এবং কৃতজ্ঞতা প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জামাইকায় বসবাকারী প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলো প্যানেলটির জ্যামাইকার নির্বাচন পরিচালনা কমিটি ও হিলসাইড এভিনিউবাসী। 

‘সেলিম-আলী’ প্যানেলের বিজয় উৎসব এবং কৃতজ্ঞতা প্রকাশ উপলক্ষে জ্যামাইকার হিলসাইড এভিনিউস্থ ফাতেমা  গ্রোসারির সামনে আয়োজিত এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলো নৈশভোজ। এতে ৮ শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশ নেন বলে আয়োজদের দাবী। শীতের মধ্যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শতশত মানুষ খাবার সংগ্রহ করেন। পরবর্তীতে মান্নান বেকারী ও রেষ্টুরেন্টে বসেও অনেকেকে অ্যাপায়িত হতে দেখা যায়। 
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী ফকরুল ইসলাম দেলোয়ার। এছাড়াও অন্যানের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্যানেলটির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক লায়ন শাহ নেওয়াজ, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গনি, সোসাইটির নব নির্বাচিত সভাপতি আতাউর রহমান সেলিম, সহ সভাপতি কামরুজ্জামান কামরুল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী এবং জ্যামাইকার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও কমিউনিটি বোর্ড মেম্বার আহসান হাবিব, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট ড. দিলীপ নাথ প্রমুখ। 
এসময় কমিউনিটির উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে কাজি আজাহারুল হক মিলন, আলী ইমাম সিকদার, কাজী আজম, নওশেদ হোসেন, ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব কাজি তোফায়েল ইসলাম, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট কামরুল ইসলাম সানি, এনায়েত মুন্সী, সামাদ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচিত কর্মকর্তাদের মধ্যে মফিজুল ইসলাম রুমি, অনিক রাজ, আখতার বাবুল, হাসান জিলানী, জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ‘সেলিম-আলী’ প্যানেল-কে বিজয়ী করায় প্যানেলের পক্ষ থেকে জ্যামাইকাবাসী বাংলাদেশিসহ সোসাইটির সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। 
এদিকে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে ‘সেলিম-আলী’ প্যানেল বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে আগামী ১১ নভেম্বর, সোমবার সন্ধ্যা ৬ টায় উডসাইডের তিব্বতী কমিউনিটি সেন্টারে ‘বিজয় উৎসব’ আয়োজন করা হয়েছে। ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আজমল হোসেন কুনু, আহবায়ক শাহ নেওয়াজ, প্রধান সমন্বয়কারী কাজী আজহারুল হক মিলন, কো-কনভেনর কাজী আজম, সদস্য সচিব কাজী তোফায়েল ইসলাম, নব নির্বাচিত সভাপতি আতাউর রহমান সেলিম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বিজয় উৎসব অনুষ্ঠানে যোগদানের জন্য প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণ জানিয়েছেন।
 

শেয়ার করুন: