মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

বাংলাদেশি-আমেরিকান কর্মকর্তাদের

সিটি হাউসিং অথোরিটি নামক  সংগঠনের আত্মপ্রকাশ 

নিউইয়র্ক

প্রকাশিত: ১৯:১৭, ৮ নভেম্বর ২০২৪

সিটি হাউসিং অথোরিটি নামক  সংগঠনের আত্মপ্রকাশ 

ছবি - নবযুগ

নিউইয়র্ক সিটি হাউসিং অথোরিটির বাংলাদেশি-আমেরিকান কর্মকর্তাদের উদ্যোগে সম্প্রতি জ্যাকসন হাইটসের ইটজি চাইনিজ রেস্টুরেন্টে  এক মতবিনিময় সভা ও নৈশ ভোজ অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশ এসোসিয়েশন অফ নিউইয়র্ক সিটি হাউসিং অথোরিটি নামক একটি সংগঠনের আত্মপ্রকাশ করা হয়।

নিউইয়র্ক সিটি হাউসিং অথোরিটির বাংলাদেশি-আমেরিকান কর্মকর্তাদের মধ্যে যারা ব্যবস্থাপক এবং সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত রয়েছেন তারা সবাই পদাধিকারে উক্ত সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে গণ্য হবেন। সভায় সর্বসম্মতিক্রমে নাজমুল ইসলামরকে আহ্বায়ক এবং সুব্রত তালুকদারকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক মুক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক শামীম রেজা, যুগ্ম আহ্বায়ক রাজীব আহমেদ, যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান, যুগ্ম আহবায়ক তমাল চৌধুরী, যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, কার্যনির্বাহী সদস্য আকতার হোসেন, আবু কামাল, খালেদা আক্তার, দুর্জয় সাহা, আব্দুল্লাহ আল রানা, পারভিন সুলতানা। 
 সভায় বক্তারা বলেন, ভাতৃত্ববোধ, পারস্পরিক সহযোগিতা, সুহার্দ্য ও সম্প্রীতির বন্ধন অটুট রাখতে আমরা সব সময় বদ্ধপরিকর। বর্তমান আহ্বায়ক কমিটি আগামী ৪৫ দিনের মধ্যে সবাইকে নিয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি রূপদানের লক্ষ্য  কাজ করে যাবে।
 

শেয়ার করুন: