ছবি - নবযুগ
নিউইয়র্কে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ও এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোছাদ্দেক আলী ফালু। এসময় তিনি বলেছেন, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে পর্যদুস্ত বাংলাদেশকে এগিয়ে নিতে এখন সবাইকে একসাথে কাজ করতে হবে।
বিশেষ করে ড. ইউনূস সরকারের জনকল্যাণমূলক কাজে সহায়তা করতে সব মহলের প্রতি তিনি আহ্বান জানান। গত ২২ সেপ্টেম্বর, রোববার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে নিউইয়র্কে কর্মরত ও জাতিসংঘ অধিবেশন কাভার করতে আসা সাংবাদিকদের সাথে জনাব ফালু মত বিনিময় করেন।
সাংবাদিক ফরিদ আলমের সঞ্চালনায় মত বিনিময় সভায় মোসাদ্দেক আলী ফালু, ব্যবসায়ী লুৎফর রহমান বাদল ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব সাংবাদিক কাদের গনি চৌধুরী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। মত বিনিময়ে বিগত সরকারের সময় তারা কীভাবে বিদেশে পালিয়ে থাকতে বাধ্য হয়েছেন সেসব কথা তুলে ধরেন। তিনি বলেন, পালিয়ে থাকার কষ্ট কী তা ভূক্তভোগীরাই জানেন। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসায় আমাদের দেশান্তরিত হতে হয়েছিল। এমন পরিস্থিতি কারও কাম্য নয়।
মোসাদ্দেক আলী বলেন, বাধ্য হয়ে দেশের বাইরে থাকা খুব কষ্টকর। আমাকে বাধ্য করা হয়েছে দেশের বাইরে থাকতে। একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে, তিনি বলেন, যে সকল সাংবাদিক অন্যায় করেছে তাদের বিচার হওয়া উচিত। মত বিনিময় সভায় নিউইয়র্ক ও বাংলাদেশের বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন নাজমুল আহসান,আবু তাহের, মনোয়ারুল ইসলাম, রিমন ইসলাম, ইমরান আনসারি, মিজানুর রহমান, এএফএম জামান, মোহাম্মদ সাইয়িদ, রতন তালুকদার, এবিএম সালাহউদ্দীন আহমেদ, আকবর হায়দার কিরন, মনজুরুল ইসলাম, মুরসালীন বাবলা, আফরোজা ইসলাম, রওশন হক, দিদার চৌধুরী, পুলক মাহমুদ, তানভীর সুকি, শাহনাজ পলি, জুয়েল ও হুমায়ুন কবির। অনুষ্ঠানে এনটিভি’র বর্তমান ও সাবেক সহকর্মিরা মোসাদ্দেক আলীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ ছাড়া নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের পক্ষ থেকে মনোয়ারুল ইসলাম, এবিএম সালাহ উদ্দীন আহমেদ, ইমরান আনসারি, রিমন ইসলাম, রওশন হক, দিদার চৌধুরী ও পুলক মাহমুদ এনটিভি’র চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।