ছবি: সংগৃহীত
জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন- জেবিবিএ’র ঐক্যবদ্ধপথ মেলা অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ সেপ্টেম্বও, জ্যাকসন হাইটসের ৭৫ স্ট্রিট ও ৩৭ রোডের ওপরে বসে এ পথ মেলা। দুপুরেই ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বর্ণিল এই পথমেলার উদ্বোধন করা হয়। এই সময়য় উপস্থিত ছিলেন মেলার আহ্বায়ক কামরুজ্জামান কামরুল, সদস্য সচিব তারেক হাসান খান, ফাহাদ সোলায়মান, প্রধান সমন্বয়কারী সেলিম হারুণ, সমন্বয়কারী জেড আলম নমি, কো-চেয়ারম্যান মনসুর চৌধুরী, মফিজুর রহমান, জাহাঙ্গীর জয়, সুবল দেব নাথ, হাসান জিলানী, মোহাম্মদ হোসেন বাদশা, শাহাদাত হোসেন রাজু, শাহ চিশতি প্রমুখ।
রুহুল আমিন সরকার, জেড আলম নমি, সোনিয়া ও সাদিয়ার উপস্থাপনায় পথমেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসেম্বলি স্টিভেন রাগা, জেনিফার রাজকুমার, স্টেট সিনেটর জন লু, মেলার চেয়ারম্যান শাহ নেওয়াজ, জেবিবিএ’র সভাপতি গিয়াস আহমেদ, সাবেক সভাপতি আবুল ফজল দিদারুল ইসলাম, সাবেক সভাপতি জাকারিয়া মাসুদ জিকো, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম আজিজ, ড. রফিক আহমেদ, এটর্নী মঈন চৌধুরী, কামরুজ্জামান বাচ্চু, রাশেদ আহমেদ, হাসান জিলানী, আলমগীর খান আলম, দেওয়ান মনির প্রমুখ।
দিনের প্রথম ভাগে মেলায় লোকজনের উপস্থিতি একটু কম থাকলেও পড়ন্ত বিকালে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। মূলধারার অতিথিদের জেবিবিএর পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। ক্রেস্টগুলো হস্তান্তর করেন জেবিবিএর কর্মকর্তারা। এছাড়াও মূলধারার রাজনীতিবিদরা জেবিবিএর কর্মকর্তাদের সাইটেশন প্রদান করেন।
মেলায় সংগীত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী রিজিয়া পারভীন, প্রতীক হাসান, প্রবাসের জনপ্রিয় শিল্পী রানো নেওয়াজ, শাহ মাহবুব, কৃষ্ণাতিথি, কামরুজ্জামান বকুল, ত্রিনিয়া হাসান, আফতাব জনি, আমানত হোসেন আমান, অনিক রাজ, প্রমি, তাজ প্রমুখ।
মেলার সবচেয়ে বড় আকর্ষণ ছিল র্যাফেল ড্র। র্যাফেল ড্রতে নগদ টাকাসহ বিভিন্ন পুরস্কার দেওয়া হয়।