ছবি: সংগৃহীত
নিউইয়র্ক থেকে আত্ম প্রকাশ করেছে নতুন বাংলা সাপ্তাহিক ‘বাংলা পোস্ট’। গত ১৯ আগস্ট, সোমবার লাগোর্ডিয়া এয়ারপোর্ট ম্যারিয়ট হোটেলে এক জমকালো আয়োজনে বারী মিডিয়ার নতুন এ সাপ্তাহিকটির উদ্বোধন করেন নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস।
উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন, আজকালের সম্পাদক ও প্রকাশক শাহ নেওয়াজ, ব্যবস্থাপনা সম্পাদক রানু নেওয়াজ, বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস আহমেদ, এটর্নী মঈন চৌধুরী, খলিলুর রহমান, তেরিপালাডিনি, মো এম মজুমদার, সাপ্তাহিক পচিয়র সম্পাদক নাজমুল আহসান, ঠিকানার সভাপতি মন্ডলীর চেয়ারম্যান এম এম শাহীন, প্রিন্স রায়হান, মশিউর রহমান, এবিএম মিজানুল হাসান, আতোয়ারুল আলম, জিল্লুর রহমান জিল্লুর, মো সাঈদ, রুহুল আমিন সরকার, নাসির আলী খান পল, রকি আরিয়ান, আলমগীর খান আলম, আহসান হাবীব, ফাহাদ সোলায়মান, জাকারিয়া মাসুদ জিকু, আশরাফ তালুকদার, ডা. ওয়াজেদ এ খান, ফখরুল আলমসহ আরও অনেকে। অনুষ্ঠানের শুরুতে জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম মাওলাা আবু জাফর বেগ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এরপর বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
বারী মিডিয়ার নতুন এ সাপ্তাহিকের সম্পাদক হিসাবে রয়েছেন মুনমুন হাসিনা বারী। বারী মিডিয়ার চেয়ারম্যান হিসাবে রয়েছেন আসেফ বারী টুটুল। উপদেষ্টা সম্পাদক হিসেবে আছেন কাজী শামসুল হক। পত্রিকায় ডিজিটাল সম্পাদক হিসেবে দায়িত্বে থাকবেন সায়েম শুভ, সাহিত্য সম্পাদক হিসেবে সাকিল সৈকত, বার্তা সম্পাদক হিসেবে আহমেদ জাবের চৌধুরী, ঢাকা ব্যুরো প্রধান হিসেবে কাজী রাহাত শামস।
অনুষ্ঠানে জানানো হয় ‘বাংলা পোস্ট’ পত্রিকায় কমিউনিটির সেবাকে প্রাধান্য দেয়া হয়েছে। পাশাপাশি সারা বিশ্বের বাংলা ভাষাভাষীদের মনের ভাব প্রকাশে বদ্ধপরিকর থাকবে।
অনুষ্ঠানে এরিক এডামস বলেন, উন্নত স্বপ্ন নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ আমেরিকা আসে। এশিয়ান, আফ্রিকান, আমেরিকান সব কমিউনিটির অংশগ্রহণেই যুক্তরাষ্ট্র এগিয়ে যাচ্ছে, তাদেও মধ্যে অন্যতম বাংলাদেশি কমিউনিটি। যুক্তরাষ্ট্রে সবাই একটি পরিবারের মতো। এক সঙ্গে এগিয়ে যেতে চাই। এখানে কারো জীবন দুস্বপ্নময় হতে পারে না। তাদের সুন্দর স্বপ্ন দেখার ও সুন্দর ভাবে বাঁচার অধিকার আছে। বিশেষ করে নিউইয়র্কে প্রতিটি অধিবাসীর স্বপ্ন পূরণে আমরা কাজ করছি।