 
										ছবি - নবযুগ
গত মঙ্গলবার ২১ ও ২৪ অক্টোবর ২০২৫ জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক-এর উদ্যোগে কনস্যুলেট জেনারেল অব বাংলাদেশ নিউইয়র্কের সহায়তা প্রবাসীদের ভোটাধিকার ও যুক্তরাষ্ট্র থেকে জাতিয় পরিচয় পত্র আবেদন সহায়তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ব্রঙ্কসের গোল্ডেন প্যালেস।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বদরুল খান, প্রধান অতিথি কনস্যুলেট জেনারেল মোহম্মদ মোজাম্মেল হক ও বিশেষ অতিথি বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাবেক সভাপতি ও বোর্ড অব ট্রাস্টি বদরুন নাহার খান মিতা, সাবেক বোর্ড অব ট্রাস্টি আব্দুশ শহিদ, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সাধারণ সিরাজ উদ্দিন সোহাগ, ফেঁচুগঞ্জ সমিতির সভাপতি মাহবুব আলম ও আগামী এসাম্বলি নির্বাচনে ডিস্ট্রিকট ৮৭ এসাম্বলিত একমাত্র বাংলাদেশী প্রার্থী সিপিএ জাকির চৌধুরী প্রমুখ।
সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ফ্রি এন আইডি ড্রাইভ (ঘওউ উৎরাব)  সার্ভিস চালু ছিলো এতে শো‘তো শো‘তো জালালাবাদ বাসি সহো ব্রঙ্কসের প্রবাসী বাংলাদেশি আবেদন সহায়তা গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সহ সভাপতি শামীম আহমেদ, সহ সভাপতি লোকমান হোসেন লুকু, সহ সভাপতি মোঃ শফিউদ্দিন তালুকদার, আইন ও আন্তর্জাতিক সম্পাদক বোরহান উদ্দিন ও সদস্য হুমায়ূন কবির সোহেল প্রমুখ।
সন্ধ্যায ৭টার দিকে মতবিনিময় সভায় শুরুতে কোরআন তেলাওয়াত করেন সহ সভাপতি মোঃ শফিউদ্দিন তালুকদার
শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ সভাপতি মোঃ লোকমান হোসেন লুকু, কৃঋিবিদ মোঃ সোলায়মান, সাবেক সেনা কর্মকর্তা ফজলু রহমান, এছাড়াও বক্তব্য রাখেন বিশেষ অতিথি বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাবেক সভাপতি ও বোর্ড অব ট্রাস্টি বদরুন নাহার খান মিতা, সাবেক বোর্ড অব ট্রাস্টি আব্দুশ শহিদ, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সাধারণ সিরাজ উদ্দিন সোহাগ, ফেঁচুগঞ্জ সমিতির সভাপতি মাহবুব আলম ও আগামী এসাম্বলি নির্বাচনে ডিস্ট্রিক্ট ৮৭ এসাম্বলিত একমাত্র বাংলাদেশী প্রার্থী সিপিএ জাকির চৌধুরী প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন আশফাকুল হক চৌধুরী, কাজী রবীউজ্জামান, মোস্তাকুর রহমান লিটন, বিজয় সাহা,  চৌধুরী মোমিত তানিম, তৌহিদুল ইসলাম সজিব, মতিউর রহমান টিটু, আবু সাদেক রনি, সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম তালুকদার পর প্রমুখ।
 
 
				
















