মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

পিতার আবেগঘন স্ট্যাটাস

আ. লীগ নেতা মিসবাহকন্যা অ্যাসাইলাম অফিসার

নিউইয়র্ক

আপডেট: ১৮:৩৫, ২১ জুন ২০২৪

আ. লীগ নেতা মিসবাহকন্যা অ্যাসাইলাম অফিসার

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা বিশিষ্ট কমিউনিটি এক্টিভিস্ট মিসবাহ আহমেদের কন্যা ফারজানা আহমেদ যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির অ্যাসাইলাম অফিসার হিসেবে যোগ দিয়েছেন। গত সোমবার তিনি নতুন চাকুরিতে যোগ দেন। ফারজানা আহমেদ জন জে ইউনিভার্সিটি থেকে ক্রিমিনাল জাস্টিসের উপর মার্স্টাস ডিগ্রী অর্জন করেছেন। তার নতুন কর্মস্থল নিউইয়র্ক। ফারাজানা আহমেদ মিসবাহ আহমেদের বড় মেয়ে।

মিসবাহ আহমেদের মেঝ ছেলে মাহাদি আহমেদ যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে কর্মরত এবং ছোট ছেলে মাহির আহমেদ হাফেজি পড়ছে। এদিকে মেয়ের সফলতায় পিতা মিসবাহ আহমেদ তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। আবেগঘন এ স্ট্যাটাসে মিসবাহ আহমেদ লিখেন, ‘মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা হলো ছেলে-মেয়েদের সঠিকভাবে শিক্ষা দেওয়া ও মানুষের মতো মানুষ বানানো। আমি মনে করি সামান্য হলেও কিছুটা সফলতা অর্জন করেছি। আজ আমার জীবনের সবচেয়ে আনন্দের সংবাদ হলো আমার মেয়ে ইমিগ্রেশন অ্যাসাইলাম অফিসার হিসাবে ফেডারেল জবে কাজ আরম্ভ করেছে। আপনাদের সবার দোওয়ায় ছেলে-মেয়ে দু’জনকেই আমেরিকায় ফেডারেল জব করার তৌফিক আল্লাহ দিয়েছেন। এটাই আমার জীবনের সবচয়ে বড় সফলতা। আমার ছেলে-মেয়েদের জন্য সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন তাদের জীবন উজ্জ্বল করেন। সাথে সাথে দোয়া করি আল্লাহ যেন সকলের ছেলে-মেয়েদের লেখা পড়ার তৌফিক দান করেন।’
 

শেয়ার করুন: