মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

২৫ বর্ষ পূর্তিতে মোবাইল অ্যাপ উদ্বোধন ও রেমিটেন্স অ্যাওয়ার্ড

‘সানম্যান গ্লোবাল এক্সপ্রেস’র অনুষ্ঠান রোববার

নবযুগ ডেস্ক

প্রকাশিত: ১৯:২০, ২২ সেপ্টেম্বর ২০২৩

‘সানম্যান গ্লোবাল এক্সপ্রেস’র অনুষ্ঠান রোববার

ফাইল ছবি

সানম্যান এক্সপ্রেস প্রবাসের একটি জনপ্রিয় মানি ট্রান্সফার প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি সুদীর্ঘ সময় ধরেই প্রবাসে সুনামের সাথে গ্রাহক সেবা দিয়ে আসছে। সাফল্যের ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি আগামী ২৪ সেপ্টেম্বর, রোববার সন্ধ্যায় ওয়ার্ল্ড ফেয়ার মেরিনায় উদ্যাপন করতে যাচ্ছে ২৫ বর্ষপূর্তি উৎসব এবং সেই সাথে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবেসানম্যান এক্সপ্রেসনামে মোবাইল মানি ট্রান্সফার অ্যাপের উদ্বোধন করা হবে।

সানম্যান গ্লোবাল এক্সপ্রেসের প্রেসিডেন্ট এবং সিইও মাসুদ রানা তপন জানান, ‘সানম্যান এক্সপ্রেসমোবাইল অ্যাপটি ডাউনলোড করে ঘরে বসেই যে কেউ এখন থেকে আরো সহজে প্রিয়জনদের কাছে অর্থ পাঠাতে পারবেন। নিউজের সাথে দেয়া কিউআর কোডটি মোবাইল দিয়ে স্ক্যান করে অ্যাপ স্টোর থেকে যে কেউসানম্যান এক্সপ্রেসমোবাইল এ্যাপটি ডাউনলোড করতে পারবেন।

তিনি বলেন, এই অনুষ্ঠানে আমাদের সম্মানিত গ্রাহকদের মাঝ থেকে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী এজেন্টদের বিশেষ সম্মাননা এওয়ার্ডে ভূষিত করা হবে। একই অনুষ্ঠানে সোস্যাল ইসলামী ব্যাংকের মাধ্যমে ট্রাইবাডি অধীনেনগদবিকাশ সাথে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান করা হবে।

সানম্যান গ্লোবাল এক্সপ্রেস নিউইয়র্কে দীর্ঘ ২৫ বছর বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, কানাডা এবং পশ্চিম আফ্রিকাতে অর্থ পাঠিয়ে আসছে। প্রতিষ্ঠানটির নিউইয়র্কের জ্যাকসন হাইটসে প্রধান কার্যালয় ছাড়াও আরো ৪টি শাখা অফিসসহ ৭৫টি এজেন্ট অফিসের মাধ্যমে পুরো যুক্তরাষ্ট্রজুড়ে প্রবাসীদের সেবায় কাজ করে যাচ্ছে। রেমিট্যান্স সংক্রান্ত যে কোন তথ্য জানতে আগ্রহীরা ৭১৮-৫৬৫-৫০৫২ নাম্বারে  যোগাযোগ করা যেতে পারে।

শেয়ার করুন: