
আশা চ্যারিটি ও এনওয়াইপিডি’র কমিউনিটি অ্যাফেয়ার্স একসঙ্গে কাজ করবে
কমিউনিটির মানুষকে সচেতন করে তোলাসহ নানা ইস্যুতে আশা চ্যারিটি ফাউন্ডেশন এবং এনওয়াইপিডির কমিউনিটি অ্যাফেয়ার্স এক সঙ্গে কাজ করবে। ইতোপূর্বে দুই পক্ষ এক সঙ্গে কাজ করলেও এবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া হয়েছে।
গত ৫ সেপ্টেম্বর এনওয়াইপিডির কমিউনিটি অ্যাফেয়ার্সের একটি প্রতিনিধি দল জ্যামাইকার আশা চ্যারিটি ফাউন্ডেশন পরিদর্শনকালে আশা চ্যারিটি ফাউন্ডেশন এবং এনওয়াইপিডির কমিউনিটি অ্যাফেয়ার্স এ ঐক্যমত পোষন করেন।
আশা চ্যারিটি ফাউন্ডেশন, আশা হোম কেয়ার ও আশা স্যোসাল এডাল্ট ডে কেয়ারে প্রেসিডেন্ট এবং সিইও আকাশ রহমান প্রতিনিধি দলকে স্বাগত জানান এবং ভবিষ্যতে কমিউনিটিতে কি কি বিষয়ে কাজ করা যায় সেটির আলোকপাত করেন। এ সময় এনওয়াইপিডির সার্জেন্ট লতিফ ও সহকর্মীরা আকাশ রহমানে উঞ্চ আথিতিয়তা গ্রহণ করেন।