বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

অভিবাসীদের জায়গা দিতে হিমশিম খাচ্ছে নিউইয়র্ক

নবযুগ রিপোর্ট

আপডেট: ১০:৩৮, ১০ জুন ২০২৩

অভিবাসীদের জায়গা দিতে হিমশিম খাচ্ছে নিউইয়র্ক

ফাইল ছবি

অভিবাসীদের আশ্রয় দেওয়ার জায়গা সঙ্কুলান করতে হিমশিম খেতে থাকার প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটি আরো ৭৫০টি স্থান বর্তমানে বিবেচনা করে  দেখছে। গত সপ্তাহে আরো ২২ শ’ নতুন অভিবাসী আসার ফলে নগরীর এ নিয়ে সমস্যা আরো প্রকট হওয়ায় নতুন জায়গা খোঁজা ছাড়া বিকল্প কিছু নেই।

নিউইয়র্কের শেল্টার সেন্টারগুলো গত বছর থেকেই মারাত্মক সমস্যায় পড়ে। গত বছর থেকে বিদেশি অভিবাসীদের ঢল নেমেছে। নিউইয়র্কে এ পর্যন্ত প্রায় ৭২ হাজার অভিবাসী এসেছে বিগ অ্যাপেলে।

অভিবাসীদের করুণ দশা তুলে ধরে এক সংবাদ সম্মেলনে ডেপুটি মেয়র অ্যানে উইলিয়ামস বলেন, আমরা বিধ্বস্ত অবস্থার কাছাকাছি চলে এসেছি।

বর্তমানে পাঁচটি  বরোয় ১৫৭টি জরুরি স্পটে ৪৫ হাজার ৮০০ অভিবাসীকে স্থান দেওয়া হয়েছে। কিন্তু আরো অভিবাসীর জন্য আরো জায়গা প্রয়োজন। তবে নগর কর্তৃপক্ষ এখন কোন কোন জায়গা খুঁজছে, তা প্রকাশ করেনি।

আশ্রয়প্রার্থীর সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় কর্মকর্তারা সাময়িকভাবে বসবাসের জায়গা খুঁজছেন। তাদেরকে নগরীর বিভিন্ন জায়গায় রাখা হচ্ছে। এমনকি প্রাকৃতিক দুর্যোগের সময় যেভাবে সাময়িক আশ্রয়কেন্দ্র খোলা হয়, তেমন কিছু করা যায় কিনা তা নিয়েও ভাবছেন কর্মকর্তারা।

ইমার্জেন্সি ম্যানেজমেন্ট কমিশনার জ্যাক ইসকল এক ব্রিফিংয়ে বলেন, উপকূলীয় ঝড়ের সময় আশ্রয় দেওয়ার জন্য যেভাবে আশ্রয়কেন্দ্র খোলা হয়, আমরা সে রকম কিছু খুঁজছি এখন।’

তিনি বলেন, এগুলো দীর্ঘমেয়াদের জন্য নয়, বরং মধ্যবর্তী সমাধান হিসেবে দেখা হচ্ছে।

তিনি সমস্যাটি সুরাহার জন্য ফেডারেল সরকারের সহায়তাও কামনা করেন।

শেয়ার করুন: