বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

মূল্যমান এক হাজার ডলার

রাণী কবির সম্মাননা চালু করবে ফোবানা

নবযুগ ডেস্ক

প্রকাশিত: ১১:১১, ২১ মে ২০২৩

রাণী কবির সম্মাননা চালু করবে ফোবানা

ফাইল ছবি

বিশিষ্ট কমিউনিটি এক্টিভিস্ট লীগ অব আমেরিকার সাবেক সভাপতি প্রয়াত রাণী কবিরের নামে সম্মাননা চালু করছে ফোবানা। আগামী সেপ্টেম্বরে কানাডার মন্ট্রিয়লে অনুষ্ঠিতব্য ৩৭তম ফোবানা সম্মেলন থেকে যাত্রা শুরু হবে এবং সম্মাননার মূল্যমান এক হাজার ডলার দেবেন ফোবানার চেয়ারম্যান আতিকুর রহমান।

গত শনিবার ওজনপার্কের দেশি সিনিয়র সেন্টারে মন্ট্রিয়ল ফোবানা নেতৃবৃন্দের সঙ্গে লীগ অব আমেরিকার মতবিনিময় সভায় ঘোষণা দেন ফোবানা চেয়ারম্যান আতিকুর রহমান।

সভায় সভাপতিত্ব করেন লীগ অব আমেরিকার সভাপতি শাহিদা হাই। প্রধান অতিথির বক্তব্য রাখেন ফোবানা চেয়ারম্যান আতিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফোবানার সাবেক চেয়ারম্যান বেদারুল ইসলাম বাবলা, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, বাংলাদেশ প্রতিদিন উত্তর আমেরিকা সংস্করণের নির্বাহী সম্পাদক লাবলু আনসার, সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর, ফোবানার জয়েন্ট মেম্বার সেক্রেটারি কবির কিরণ, মন্ট্রিয়ল ফোবানার কনভেনর মনিরুজ্জামান, সদস্য সচিব হাফিজুর রহমান, উপস্থাপক সাংবাদিক আশরাফুল হাসান বুলবুল।

ঢাকা থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন লীগ অব আমেরিকার সাধারণ সম্পাদক সাকিল। বক্তব্যে রাণী কবিরকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং কমিউনিটিতে তার অবদানের স্বীকৃতির প্রস্তাব দেন আশরাফুল হাসান বুলবুল। সঙ্গে সঙ্গে রাণী কবিরের নামে আগামী বছর থেকে সম্মাননা এবং এর মূল্যমান এক হাজার ডলার নিজেই স্পন্সর করবেন ঘোষণা দেন ফোবানা চেয়ারম্যান আতিকুর রহমান।

তিনি বলেন, আগামী কার্যকরী কমিটিতে বিষয়টি উত্থাপন করা হবে এবং আমি আশা রাখি এটি পাশ হবে। সভায় আগামী মন্ট্রিয়ল কনভেনশন সফল করতে লীগ অব আমেরিকার সভাপতি শাহিদা হাই সাধারণ সম্পাদক শাকিলকে কো- কনভেনর ঘোষণা করা হয়।

 

শেয়ার করুন: