
ফাইল ছবি
সোনালী ব্যাংক লিমিটেডের যুক্তরাষ্ট্রস্থ সাবসিডিয়ারি প্রতিষ্ঠান সোনালী এক্সচেঞ্জ কোম্পানি ইনকর্পোরেটেড এর ২৯তম বার্ষিক সাধারণ সভা মঙ্গলবার প্রতিষ্ঠানটির নিউইর্য়কের ম্যানহাটানে অবস্থিত কর্পোরেট অফিসে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদ ও সোনালী এক্সচেঞ্জ কোম্পানি ইনকর্পোরেটেড এর চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী।
সভায় অন্যান্যদের মধ্যে সোনালী এক্সচেঞ্জ কোম্পানি ইনকর্পোরেটেড-এর পর্ষদ সদস্য এবং ব্যাংকের সিইও এ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আফজাল করিম, পর্ষদ সদস্য মোঃ আতাউর রহমানসহ অন্যান্য সদস্যবৃন্দ এবং সোনালী এক্সচেঞ্জ কোম্পানি ইনকর্পোরেটডের সিইও উপস্থিত ছিলেন।
সভায় কোম্পানির ২০২২ সালের চূড়ান্ত হিসাব অনুমোদিত হয়। সভাপতি জিয়াউল হাসান সিদ্দিকী তার বক্তব্যে সোনালী এক্সচেঞ্জের মাধ্যমে রেমিটেন্স পাঠানোর জন্য প্রবাসীদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও তাদের এ সমর্থন অব্যাহত থাকবে বলে আশাবাদ প্রকাশ করেন।