
ফাইল ছবি
গত সোমবার যুক্তরাষ্ট্রসহ সিলেট বিভাগ জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে সর্বস্তরের নেতা-কর্মীদের অংশগ্রহনে জ্যাকসন হাইটসের কাবাব কিং রেস্টুরেন্টে বিএনপির কেন্দ্রীয় কমিটির নবনিযুক্ত সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লুকে সংবর্ধনা দেয়া হয়েছে।
সংবর্ধনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
মনজুর আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এবং মিজানুর রহমান মিজান, সাইফুর খান হারুন ও আতিকুল হক আহাদের পরিচালনায় সেখানে গিয়াস আহমেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে, আবু সাইদ আহমদকে যুবদলের কেন্দ্রীয় কমিটিতে এবং আহবাব হোসেন খোকন, আব্দুল বাতেন এবং শাহ কামালকে সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও ফয়েজ চৌধুরীকে নিউইয়র্ক মহানগর উত্তরের সদস্য সচিব মনোনিত করায় যুক্তরাষ্ট্র সিলেট বিভাগবাসীর পক্ষ থেকে সবাইকে ফুলল শুভেচ্ছা জানানো হয়।
বিপুল সংখ্যক নেতা কর্মীর উপস্থিতিতে জিয়া পরিবার ও দেশবাসীর কল্যাণে মোনাজাত পরিচালনা করেন হাফেজ শাহবাজ আহমেদ।