
ফাইল ছবি
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের মাউন্টেন ব্যাটালিয়ন কমান্ডার বিশিষ্ট রাজনীতিক ও লেখক আবু জাফর মাহমুদ বলেছেন, ২০২৩ সালেই পাল্টে যাবে বাংলাদেশ। সেটি এখন নিশ্চিতভাবেই চোখে দেখা যায়। আবু জাফর মাহমুদ তার প্রবন্ধ সংকলন জয় বাংলা জয় বাংলাদেশ এর প্রকাশনা অনুষ্ঠানের বক্তব্যে এ কথা বলেন। শনিবার জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে আয়োজিত বইটির প্রকাশনা অনুষ্ঠানে নিউইয়র্কের প্রায় সকল বাংলা সংবাদ মাধ্যমের সম্পাদক প্রধান কর্মাধ্যক্ষ, সাংবাদিকসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বইটির প্রকাশক নিউইয়র্কের ‘জয় বাংলাদেশ প্রকাশন’।
আবু জাফর মাহমুদ বলেন, আমরা বাংলাদেশি আমেরিকান। বাংলাদেশি স্বকীয়তার যে শক্তি ও সত্য, সেখানে যে ভালোবাসা রয়েছে ওই ভালোবাসা নিয়েই আমরা আমেরিকান। যখন আমরা আমেরিকান তখন আমরা বিশ্বনেতা। আমাদের প্রতিটি কাজ বিশ্ব নেতৃত্বের। ইনশাল্লাহ ২০২৩ সালেই প্রমাণ করে ছাড়বো আমরা বিশ্ব নেতা। বাংলাদেশ পাল্টে যাবে। ফিরে দাঁড়াবে।
অনুষ্ঠানে বক্তারা আবু জাফর মাহমুদের প্রবন্ধ সংকলনের মূল্যায়ণ নিয়ে সবিস্তারে আলোচনা করেন বক্তরা। তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ সচেতন মানুষের চোখ খুলে দেবার মতো নানান বিষয় তুলে ধরেছেন তার সংকলন গ্রন্থটিতে। ‘জয় বাংলা, জয় বাংলাদেশ’ নামকরণের মধ্য দিয়ে বর্তমান সময়ের অপরিহার্য রাজনৈতিক সিদ্ধান্তের কথা মনে করিয়ে দিয়েছেন। সে সঙ্গে তার সাহসী উচ্চারণের মধ্য দিয়ে পরিবর্তিত বাংলাদেশের স্বপ্ন দেখার নতুন সুযোগ তৈরি হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মাঈনুদ্দিন নাসের, টাইম টিভি’র প্রধান নির্বাহী আবু তাহের, সিনিয়র সাংবাদিক সাঈদ তারেক, বাংলাদেশ পত্রিকার সম্পাদক ডা.ওয়াজেদ এ খান, প্রথম আলোর সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকন, পরিচয় সম্পাদক নাজমুল আহসান, নিউইয়র্ক কাগজের কন্ট্র্রিবিউটিং এডিটর মনোয়ারুল ইসলাম, জন্মভূমির সম্পাদক রতন তালুকদার, সাপ্তাহিক প্রবাস সম্পাদক আবু সাঈদ, টিবিএন ২৪’র এ এফ এম জামান, আইনজীবি শেখ আখতারুল ইসলাম, সারওয়ার চৌধুরী সিপিএ ও প্রফেসর ড. আবুল কাশেম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, মূলধারার রাজনীতিক মোর্শেদ আলম, হক কথার সম্পাদক এবিএম সালাহউদ্দীন, ভোরের কাগজের বিশেষ প্রতিনিধি শামীম আহমেদ,আই অন টিভি’র রিমন ইসলাম, চ্যানেল টিটি’র সিইও শিবলী চৌধুরী কায়েস, বাংলাদেশ প্রতিদিনের আবুল কাশেম, ইউএসএ নিউজ অনলাইনের শাখাওয়াত সেলিম, নিউইয়র্ক কাগজের সম্পাদক আফরোজা ইসলাম।
প্রকাশনা অনুষ্ঠানে শিল্পী সৈয়দ আজিজুর রহমানের আঁকা ছবির একটি প্রদর্শনীর আয়োজন হয়। শিল্পী বলেন, আবু জাফর মাহমুদ একজন বীর মুক্তিযোদ্ধা। তার মধ্যে যুদ্ধদিনের চেতনা এখনও সজিব। তিনি মুক্তিযুদ্ধের স্বপ্ন ও উদ্দেশ্যের বার্তা নিয়েই জাতিকে উজ্জীবিত করতে চান। অনুষ্ঠানে জয় বাংলা জয় বাংলাদেশ প্রবন্ধ সংকলনটির ওপর সাংবাদিক আদিত্য শাহীন নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।