মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকান পুলিশের নববর্ষ উদযাপন

নবযুগ ডেস্ক

প্রকাশিত: ২১:৩০, ২৭ জানুয়ারি ২০২৩

নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকান পুলিশের নববর্ষ উদযাপন

ফাইল ছবি

ইংরেজি নববর্ষ উদযাপন করেছে বাংলাদেশি আমেরিকান পুলিশ এসোসিয়েশন। শনিবার কুইন্সের জয়া হলে আয়োজিত ওই অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা তাদের পরিবারের সদস্যদের নিয়ে অংশ গ্রহণ করেন। এতে অনুষ্ঠানটি মিলন মেলায় পরিণত হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ডিটেকটিভ মাসুদ রহমান। অনুষ্ঠানের প্রথম দিকে নিউইয়র্ক  সিটির ট্রেন লাইনে পড়ে থাকা একজন মানুষকে টানে উপরে বাঁচিয়ে যে সাহসিকতার পরিচয় দিয়েছিল সেই বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ অফিসার তৌফিক এবং তার পার্টনারকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

ছাড়াও যে সব সদস্যরা পদোন্নতি পেয়েছেন আসন্ন তার ভিতরে অন্যতম ছিল ডেপুটি ইন্সপেক্টর খন্দকার আব্দুল্লাহলেফটেন্যান্ট এলাহী, সার্জেন্ট মেহেদী মামুন, ট্রাফিক সুপারভাইজার পাপিয়া, অ্যাডমিনিস্ট্রেটিভ এইট সুপারভাইজার ফাতিমা আমিনসহ ট্রাফিক সুপারভাইজার যারা প্রমোশন হয়েছেন সবাইকে নিয়ে কেট কেককেটে প্রমোশনের আনন্দ একসাথে সবাই উদযাপন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ক্যাপ্টেন কারাম চৌধুরী।

এছাড়াও বক্তব্য দেন সংগঠনটির  সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এরশাদ সিদ্দিকী, সাধারণ সম্পাদক একেএম প্রিন্স আলম। অনুষ্ঠানে বাচ্চাদের ফেস পেইন্টিং, ম্যাজিক শো, কাপলদের জন্য ইভেন্ট অন্যতম ছিল। অনুষ্ঠানের শেষে নিউইয়র্কে জনপ্রিয় শিল্পী রাজিব সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংগঠনের ২য় ভাইস  প্রেসিডেন্ট ট্রাফিক সুপারভাইজার আলী চৌধুরী, ইভেন্ট কো-অর্ডিনেটর অফিসার সর্দার মামুন, ট্রেজারার অফিসার রাসেকুর মালিক, কো  ট্রেজারার অফিসার মেহেদী মামুন, মিডিয়া লিয়াজন জামিল সরোয়ার, কমিউনিটি লিয়াজন অফিসার মাহবুব জুয়েল, সার্জেন্ট অফ আর্মস সার্জেন্ট হাসান আহমেদ, বাপা ট্রাস্টি অফিসার জসীম মিয়া, ট্রাফিক সুপারভাইজার মহেউদ্দীন আহমেদ, সার্জেন্ট মুরাদ আহমেদ, অফিসার রাজীব, ট্রাফিক সুপারভাইজার অনিক হোসাইন, অফিসার রিপন ইসলাম, অক্সিলারি লেফটেন্যান্ট সাইদ আলী, ট্রাফিক সুপারভাইজার পাপিয়া শারমিন।

 

শেয়ার করুন: