রোববার, ১১ মে ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

উত্তর কোরীয় স্যাটেলাইট হোয়াইট হাউস ও পেন্টাগনের ছবি তুলেছে, দাবি

প্রকাশিত: ২২:২৪, ২৮ নভেম্বর ২০২৩

উত্তর কোরীয় স্যাটেলাইট হোয়াইট হাউস ও পেন্টাগনের ছবি তুলেছে, দাবি

ফাইল ছবি

উত্তর কোরিয়ার প্রথম স্পাই স্যাটেলাইট হোয়াইট হাউস, পেন্টাগন এবং কাছাকাছি এক মার্কিন নৌ-ঘাঁটির ছবি তুলেছে বলে দাবি করেছেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। স্যাটেলাইটের সাহায্যে গোপনে এসব ছবি তুলেছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম কেসিএনের বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

কেসিএনএ জানায়, স্যাটেলাইটটি দক্ষিণ কোরিয়া, গুয়াম ও ইতালির বেশ কয়েকটি শহর ও সামরিক ঘাঁটির ছবি তুলেছে। তবে কোনও ছবি প্রকাশ করেনি। 

এদিকে স্পাই স্যাটেলাইটটি এখনো অপারেশন চালাচ্ছে কিনা, এর মাধ্যমে তোলা ছবিগুলো কিম যে বহির্বিশ্বে প্রকাশ করেনি, সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানা যায়নি। 

এদিকে হোয়াইট হাউজের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এক মুখপাত্র বলেছেন, উত্তর কোরিয়ার এই দাবিকে চাইলেই যাচাই করতে পারে না যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়া স্পট স্যাটেলাইট ব্যবহারের নিন্দা জানিয়ে তিনি বলেন, দেশটি যা করেছে তা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আইনকে লঙ্ঘন করে।

এর আগে উত্তর কোরিয়া জানায়, ১ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে উৎক্ষেপণ শুরু হবে স্পাই স্যাটেলাইটের। তবে কেসিএনএ মঙ্গলবার জানিয়েছে, ফাইন-টিউনিং প্রক্রিয়া এক বা দুই দিন আগে শেষ করার জন্য চেষ্টা চালানো হচ্ছে।

শেয়ার করুন: