মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

প্রাধান্য গর্ভপাত সীমিতেও

অভিবাসন হ্রাসের বিলে ভোট দেবে রিপাবলিকানরা ( দেখুন, পড়ুন নতুবা শুনুন )

হেলিম আহমদ

আপডেট: ২১:৩৬, ১৪ জানুয়ারি ২০২৩

রিপাবলিকানদের নেতৃত্বাধীন মার্কিন প্রতিনিধি পরিষদ আগামী দিনগুলোতে গর্ভপাত সীমিত করা এবং অভিবাসন করা করার কয়েকটি বিল পাস করার পরিকল্পনা করছে। ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত সিনেটকে মোকাবেলা করা এবং ২০২৪ সালের নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সঙ্ঘাতকে ফলাও করার লক্ষ্যে তারা এই পরিকল্পনা করছে।

রিপাবলিকানরা এই লক্ষ্যে সাতটি বিল আনতে চলেছে। এর একটি বিলে অভিবাসীদের তাদের ‘নিজস্ব বিবেচনা অনুযায়ী চলা’ থেকে বিরত রাখতে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারিকে ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছে।

আরেকটি বিলে অন্যায়ভাবে বন্দুক ক্রয় করতে আগ্রহী অভিবাসীর সার্বিক বিষয় তদন্ত করতে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বিভাগকে দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে।

এছাড়া দুটি বিলে গর্ভপাতের অধিকার খর্ব করার কথা বলা হয়েছে।

আগামী বুধবারই ‘বর্ন অ্যালাইভ’ বিলটি উত্থাপিত হবে বলে ধালণা করা হচ্ছে। তবে এ বিলের ব্যাপারে রিপাবলিকানদের অনেক সদস্যের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। মার্কিন সুপ্রিম কোর্ট গর্ভপাতের সাংবিধানিক অধিকার বাতিল করে দেওয়ার ফলে ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচনে দলটিকে বেশ চড়া মূল্য দিতে হয়েছে।

রেপ. ন্যান্সি ম্যার, বলেন যে তার সুইয়িং স্টেটে বেশির ভাগ ভোটারই গর্ভপাত অধিকার বাতিল করাকে ভালোভাবে নেয়নি।

শেয়ার করুন: