বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

হাডসন নদীতে  হেলিকপ্টার বিধ্বস্ত শিশুসহ নিহত ৬

নবযুগ ডেস্ক

প্রকাশিত: ১৭:০৪, ১১ এপ্রিল ২০২৫

হাডসন নদীতে  হেলিকপ্টার বিধ্বস্ত শিশুসহ নিহত ৬

ছবি: সংগৃহীত

সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, বিকেল ৩:১৫ টার দিকে বেল ২০৬ লংরেঞ্জার হেলিকপ্টারটি নিউইয়র্ক সিটি এবং নিউজার্সির মধ্যকার নদীতে পড়ে যায়। হেলিকপ্টারটি ম্যানহাটান থেকে ছেড়ে এসেছিল বলে ধারণা করা হচ্ছে। বিমানটিতে কমপক্ষে তিনজন শিশু এবং তিনজন প্রাপ্তবয়স্ক ছিলেন। একজন কর্মকর্তা একটি বার্তা সংস্থাকে জানান, হেলিকপ্টারটিতে থাকা ছয়জনের সবাই মারা গেছেন। তবে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফেডারেল এভিয়েশন অথরিটি জানিয়েছে বিমানটিতে মোট কতজন আরোহী ছিলেন তা এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। 
এদিকে, সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, একটি হেলিকপ্টার পানিতে আংশিকভাবে ডুবে আছে এবং জরুরি কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন।

বিধ্বস্ত হওয়ার আগে হেলিকপ্টারটি ম্যানহাটনের আশেপাশের আকাশে প্রায় ১৫ মিনিট ধরে উড়ছিল বলে জানা গেছে।  
হেলিকপ্টারটি বিকেল ২টা ৫৯ মিনিটে লোয়ার ম্যানহাটনের ডাউনটাউন স্কাইপোর্ট থেকে উড্ডয়ন করে। এটি প্রথমে ম্যানহাটনের তীর বরাবর উত্তরের দিকে যায় এবং জর্জ ওয়াশিংটন ব্রিজের কাছে পৌঁছে দক্ষিণে ফিরে আসে। এরপর এটি হাবোকেন এলাকার কাছে নদীর ওপর নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় বলে জানিয়েছেন এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ।
বিকেল ৩টা ১৭ মিনিটে নিউইয়র্ক সিটির বিভিন্ন সংস্থা দুর্ঘটনার প্রথম ফোন কল পায়। দুর্যোগপূর্ণ আবহাওয়া, হালকা বৃষ্টি, উত্তাল নদীর পানি এবং ঝোড়ো হাওয়ার মধ্যেও জরুরি সেবা সংস্থাগুলো তৎপরতা চালায়।
ম্যানহাটানের পিয়ার ৪০-এ একটি বড় পরিসরের উদ্ধার কেন্দ্র স্থাপন করা হয় এবং হাবোকেনের কাছে নদীতে বহু জরুরি নৌযান মোতায়েন করা হয়। নিউ ইয়র্ক, নিউ জার্সি, পোর্ট অথরিটি ও কোস্ট গার্ডের শতাধিক উদ্ধারকর্মী উভয় তীরেই সক্রিয় ছিলেন।
ইউএস কোস্ট গার্ড একটি নিরাপত্তা এলাকা ঘোষণা করেছে, যা হাডসন নদীর হল্যান্ড টানেল ভেন্টিলেটরের এক মাইল উত্তর ও দক্ষিণ পর্যন্ত বিস্তৃত। এই অঞ্চলে জলযান চলাচল বন্ধ করে দ্রুত বন্ধ করে দেয়া হয়। 
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, বেল ২০৬ মডেলের হেলিকপ্টারটি উল্টে গিয়ে পানির নিচে ডুবে গেছে। নিউইয়র্ক পাশ থেকে এক প্রত্যক্ষদর্শী জানান, হেলিকপ্টারটি ৪৫ ডিগ্রি কোণে নিচে পড়ে এবং মুহূর্তেই পুরোপুরি নদীর জলে তলিয়ে যায়। বিকেল ৫টার কিছু পরে, নিউ জার্সি পাশ থেকে এনওয়াইপিডির একটি নৌকার পাশে হেলিকপ্টারের স্কিডস দেখা যায়। এটি ভেসে এসেছে না কি টেনে আনা হয়েছে তা স্পষ্ট নয়, তবে হেলিকপ্টারটি উল্টো অবস্থায় ছিল।
জার্সি সিটির কাছাকাছি নদীতে হেলিকপ্টারের দরজা, সিট, লাইফ জ্যাকেট ও সিটবেল্ট ব্যবহারের নির্দেশনাসহ বিভিন্ন ধ্বংসাবশেষ দেখা গেছে। শিশুদের জুতা ভেসে থাকতে দেখা যায়।
উল্লেখযোগ্যভাবে, এর আগেও হাডসন নদীতে একাধিক দুর্ঘটনা ঘটেছে, যার মধ্যে ২০০৯ সালে একটি প্লেন ও একটি ট্যুরিস্ট হেলিকপ্টারের সংঘর্ষে ৯ জন নিহত হন। এছাড়া ২০১৮ সালে “ওপেন ডোর” ফ্লাইট পরিচালনাকারী একটি চার্টার হেলিকপ্টার ইস্ট রিভারে বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হন।
 

শেয়ার করুন: