বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

ক্রিকেট টুর্নামেন্ট ফিলাডেলফিয়ায়

নবযুগ ডেস্ক  

প্রকাশিত: ১০:৩৭, ৯ সেপ্টেম্বর ২০২৩

ক্রিকেট টুর্নামেন্ট ফিলাডেলফিয়ায়

ক্রিকেট টুর্নামেন্ট ফিলাডেলফিয়ায়

পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে ফিলাডেলফিয়া সিটিতে নর্থ ইষ্ট ফিলাডেলফিয়া চ্যাম্পিয়নস ট্রফি ক্রিকেট সোমবার অনুষ্ঠিত হয়। মারশাল কোম্পানিতে কর্মরত বাংলাদেশীদের নিয়ে গঠিত মারশালস ইউনাইটেড আয়োজিত দিনব্যাপী টুর্নামেন্টে চারটি দল অংশগ্রহণ করে।

এতে সাকিবের নেতৃত্বে টিম ডি চ্যাম্পিয়ন হয় এবং রানার্সআপ হয় আকছার জুনেদের টিম-এ। উক্ত খেলা পরিদর্শনে আসেন কোম্পানির উর্ধতন কর্মকর্তা কর্মচারীরা।

এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট সদর এসোসিয়েশনের সেক্রেটারি খালেদ হোসাইন, স্পোর্টস সেক্রেটারি শাহেদ হোসাইন, মুহাম্মদ বিন জাকির গোলাপগঞ্জ সোসাইটি পেনসিলভেনিয়ার উজ্জ্বল হোসাইন, ফরহাদ রেজা, রেজাদ খান, বিয়ানীবাজার সমিতির মনজুর আহমদ সহ স্থানীয় ও কমিউনিটির নেতৃবৃন্দ।

বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি দেখে   মারশালস কোম্পানির আগত কর্মকর্তা ও দায়িত্বশীল তাদের প্রতিক্রিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন এবং আয়োজকদের আন্তরিক অভিনন্দন জানান।

শেয়ার করুন: