শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

বিশেষজ্ঞরা বেশ চিন্তিত হয়ে পড়েছেন 

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়  ফ্লুর নতুন ধরন শনাক্ত

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৬:৫৬, ২৬ ডিসেম্বর ২০২৫

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়  ফ্লুর নতুন ধরন শনাক্ত

ছবি: সংগৃহীত

ছুটির দিনে ভ্রমণের ধুম লেগেছে এবং সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে ফ্লু বা ইনফ্লুয়েঞ্জায় আক্রান্তের সংখ্যা। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফ্লুর একটি নতুন ধরন ছড়িয়ে পড়ায় বিশেষজ্ঞরা বেশ চিন্তিত হয়ে পড়েছেন। তাই এখনই সময় নিজেকে এবং আপনার প্রিয়জনদের সুরক্ষিত রাখার পদক্ষেপ নেওয়ার।

অসুস্থতার ব্যাপক প্রাদুর্ভাবের কারণে দেশজুড়ে অনেক স্কুল শীতকালীন ছুটির আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। দুই সন্তানের মা অড্রে গ্যারেট জানান, ফ্লুর মতো উপসর্গগুলো তার পরিবারকে বেশ ভুগিয়েছে।
গ্যারেট বলেন, ‘আমরা আসলে অসুস্থতা কাটিয়ে মাত্রই ফিরছি। আমার ছেলের জ্বর হয়েছিল। আর মেয়ের ছিল সেই যন্ত্রণাদায়ক কাশি, বিশেষ করে রাতে যে বুক ফাটানো কাশি হয়।’
লস অ্যাঞ্জেলেস কাউন্টির জনস্বাস্থ্য বিভাগের সংক্রামক ব্যাধি পর্যবেক্ষণকারী বিশেষজ্ঞ ডক্টর ডন তেরেশিতা বলেন, ‘লস অ্যাঞ্জেলেসের জন্য গত বছরের সিজনাল ফ্লু ছিল বেশ ভয়াবহ। তাই এ বছর পরিস্থিতি আরও খারাপ হতে পারে শুনে ভয় লাগছে।’
তিনি এইচ৩এন২ ফ্লুর একটি নতুন ধরন সম্পর্কে সতর্ক করেছেন, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার পক্ষে চেনা বা প্রতিহত করা কঠিন। ডক্টর তেরেশিতা বলেন, ‘এই ‘সাবক্লেড কে’ ধরনটি একেবারে নতুন। এর ফলে ঠিক কী ঘটবে তা আমরা এখনো জানি না, তবে যেহেতু এটি বেশ ব্যাপকভাবে ছড়াচ্ছে, তাই আমরা খুব নিবিড়ভাবে এটি পর্যবেক্ষণ করছি।’
ফ্লুর এই নতুন ধরনটি চলতি মৌসুমের ফ্লু ভ্যাকসিনের সাথে পুরোপুরি মিলছে না। তবে বিশেষজ্ঞরা বিশ্বাস করেন, ফ্লু শট বা টিকা নেওয়া থাকলে তা হাসপাতাল ভর্তি হওয়া এবং মৃত্যুর ঝুঁকিসহ গুরুতর অসুস্থতা কমাতে সাহায্য করবে।
তেরেশিতা ব্যাখ্যা করে বলেন, ‘হাসপাতালে যাওয়া এড়ানোর যেকোনো উপায়ই আমার মতে অত্যন্ত সার্থক। এছাড়া অ্যান্টিভাইরাল ওষুধও রয়েছে, যা অসুস্থ হলে আপনি গ্রহণ করতে পারেন।’
 

শেয়ার করুন: