শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

মেরী জোবাইদাকে  বিজয়ী করতে নেতৃবৃন্দের বিবৃতি

নিউইয়র্ক

প্রকাশিত: ১৬:৪৫, ২৬ ডিসেম্বর ২০২৫

মেরী জোবাইদাকে  বিজয়ী করতে নেতৃবৃন্দের বিবৃতি

ছবি: সংগৃহীত

নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট ৩৬-এর এসেম্বলী মেম্বার পদপ্রার্থী মেরী জোবাইদাকে সমর্থন জানিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন নিউইয়র্কের বাংলাদেশী কমিউনিটি সহ অন্যান্য কমিউনিটির শতাধিক নেতৃবৃন্দ। এক লিখিত বিবৃতিতে তারা এই সমর্থনের কথা জানান। 

বিবৃতিতে কমিউনিটি নেতৃবৃন্দ বলেন- নিউইয়র্ক সিটির এই গুরুত্বপূর্ণ আসনে যে নেতৃত্ব প্রয়োজন, মেরী জোবাইদা তার মূর্ত প্রতীক। মেরীর নেতৃত্ব যা সততা, সেবা, কর্মজীবী পরিবার, ক্ষুদ্র ব্যবসা, অভিবাসী, বয়োজ্যেষ্ঠ ও তরুণদের নতুন দিনের চ্যালেঞ্জ সম্পর্কে গভীর সম্পর্কের উপর প্রতিষ্ঠিত। আত্মবিশ্বাসী এই নারী নেতৃত্ব দেবার আগে কমিউনিটির সাথে মতবিনিময় এবং নীতির সাথে আপোস না করেই ঐকমত্য গড়ে তুলেছেন। এর বাইরে রাজনীতির উপর কমিউনিটিকে সর্বদা প্রাধান্য দেয়ার দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।
বিবৃতিতে কমিউনিটি নেতৃবৃন্দ আরো বলেন- মেরী জোবাইদা কাজের মধ্য দিয়ে সমতা, জননিরাপত্তা, মানসম্মত শিক্ষা, সাশ্রয়ী আবাসন ও অর্থনৈতিক সুবিধার প্রতি তাঁর অঙ্গীকার পরিষ্কারভাবে প্রদর্শন করেন। ডিস্ট্রিক্ট ৩৬ কাংখিত এমন একজন প্রতিনিধি প্রত্যাশা করে যে এই এলাকার বর্ন বৈচিত্রের এক সাক্ষাত প্রতিবিম্ব। এই ডিস্ট্রিক্টের আবহমান ঐতিহ্যকে লালন করেই তিনি আলবেনীতে এর ভবিষ্যতের জন্য অব্যাহত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। মেরী জোবাইদা এস্টোরিয়া, লং আইল্যান্ড সিটির জন্য কার্যকর ও বলিষ্ট কণ্ঠস্বর এবং সকল নিউইয়র্কবাসীর জন্য একজন নীতিবান প্রবক্তা হওয়ার প্রয়োজনীয় দৃষ্টিভঙ্গি, যোগ্যতা সম্পন্ন প্রার্থী।
বিবৃতিতে আরো বলা হয়: আমরা আস্থা রাখি যে মেরী জোবাইদা সম্মান ও কর্মক্ষমতার সাথে দায়িত্ব পালন করবেন। এজন্য নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলীতে তার প্রার্থিতার সমর্থনে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তার সমর্থনে এগিয়ে এসেছি। 
এস্টোরিয়া, লং আইল্যান্ড সিটি সহ নিউ ইয়র্কের সকল বাসিন্দার প্রতি আমাদের আকুল আবেদন, নিউ ইয়র্ক সিটির এই আসনে মেয়র নির্বাচিত জোহরান মামদানীর যোগ্য উত্তরসুরী হিসেবে আমরা একজন সাউথ এশিয়ানকে তার স্থলাভিসিক্ত দেখতে চাই। এজন্য দলমত, ধর্মবর্ণ লিঙ্গ নির্বিশেষে মেরী জোবাইদাকে এই আসনে বিজয়ী করার জন্য বাংলাদেশী-আমেরিকান সহ এস্টোরিয়া, লং আইল্যান্ড সিটির সকল নাগরিকের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি।
 

শেয়ার করুন: