
ছবি: সংগৃহীত
ক্লাসরুমে স্মার্টফোন ব্যবহারের ওপর নিউইয়র্কের নিষেধাজ্ঞাটি প্রয়োগের বিষয়টি ছাত্র ও অভিভাবকদের দেখার সুযোগ দিতে গভর্নর ক্যাথি হোকুল নতুন একটি ওয়েবসাইট উদ্বোধন করেছেন।
এক বিজ্ঞপ্তিতে হোকুল জানিয়েছেন, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্কুলে স্মার্টফোন নিষেধাজ্ঞা বাস্তবায়নের পদ্ধতি দাখিলকারী ১,০৫০-এর বেশি পাবলি স্কুল ডিস্ট্রিক্ট, চার্টার স্কুল ও বিওসিইএস কর্মসূচি সম্পর্কে অনুসন্ধানযোগ্য তথ্য দেবে এই সাইট (হু.মড়া/ঢ়যড়হবভৎবব)।
আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাকি স্কুলগুলোও তাদের পরিকল্পনা জমা দেবে বলে আশা করা হচ্ছে।
গভর্নর এক বিবৃতিতে বলেন, ‘ক্লিক করা বা স্ক্রলিং করা নয়, যখন আমাদের বাচ্চারা জানবে ও বড় হবে, তখনই তারা সফল হবে। আর এ কারণেই নিউ ইয়র্কের স্কুলগুলোতে ক্লাস চলাকালে স্মার্টফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘আমরা আমাদের নতুন অনলাইন রিসোর্সের মাধ্যমে অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য তাদের স্কুল পরিকল্পনা পর্যালোচনা করার সুযোগ আরো সহজ করে দেব।’
চলতি বছরের প্রথম দিকে কার্যকর এই আইনে ক্লাস শুরু হওয়া থেকে শেষ পর্যন্ত সকল কে-১২ পাবলিক স্কুলে স্মার্টফোন এবং অন্যান্য ইন্টারনেটভিত্তিক ব্যক্তিগত ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
তবে স্কুলে ছাত্রদের স্মার্টফোনগুলো কিভাবে সংরক্ষণ করা হবে, সে ব্যাপারে প্রতিটি স্কুল নিজস্ব নিয়ম অনুসরণ করতে পারবে। তবে স্মার্টফোনগুলো জমা রাখার সরঞ্জাম ক্রয়ের জন্য রাজ্য ১৩.৫ মিলিয়ন ডলার বরাদ্দ করেছে।