বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

নেভাদা, ম্যারিল্যান্ড ও নর্থ ক্যারোলিনা এগিয়ে

যুক্তরাষ্ট্রজুড়ে হাউজিং ইনভেন্টরি বাড়ছে

নবযুগ রিপোর্ট

আপডেট: ২০:১৫, ১৫ আগস্ট ২০২৫

যুক্তরাষ্ট্রজুড়ে হাউজিং ইনভেন্টরি বাড়ছে

ছবি: সংগৃহীত

মার্কিন আবাসন বাজারে ধীরে হলেও স্থিরভাবে পুনঃসমন্বয়ের দিকে এগুনো অব্যাহত রেখেছে। ফলে কয়েক বছরের মধ্যে এবারই ক্রেতারা প্রথমবারের মতো অনেক বিকল্প পাচ্ছেন। একইসাথে কয়েকটি অঙ্গরাজ্যে হাউজিং ইনভেন্টরি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত বছরের তুলনায় ইনভেন্টরি প্রবৃদ্ধির দিক থেকে নেভাদা, ম্যারিল্যান্ড ও নর্থ ক্যারোলিনা এগিয়ে রয়েছে।

রিয়েলটর ডট কমের সিনিয়র ইকোনমিক রিসার্চ অ্যানালিস্ট হানা জোনেস বলেন, ‘সম্প্রতিক সময়ে ইনভেস্টর সেলার কার্যক্রমে নেভাদা সবচেয়ে উর্ধ্বগতিতে রয়েছে।’
আগের বছরের তুলনায় নেভাদা বাজারে বাড়ির সংখ্যার দিক থেকে ৫২.৯ ভাগ বৃদ্ধির অবস্থানে রয়েছে। যেকোনো রাজ্যের তুলনায় এটাই সবচেয়ে বেশি বৃদ্ধি। লিস্টিং বাড়ার দিক থেকে এর পরেই রয়েছে ম্যারিল্যান্ড। তাদের বৃদ্ধি ৪৮.২ শতাংশ।
মহামারির সময় নর্থ ক্যারোলিনার জনপ্রিয়তা বেড়েছিল। এখন আবার অনেকটাই আগের অবস্থায় ফিরে এসেছি।
আগের বছরের তুলনায় যুক্তরাষ্ট্রজুড়ে বিক্রির জন্য বাড়ি ইনভেন্টারি বেড়েছে ২৪.৮ ভাগ। এর ফলে টানা ২১ মাস ধরে ইনভেন্টারি প্রবৃদ্ধি ঘটেছে। আর টানা তৃতীয় মাসে ১০ লাখের বেশি সক্রিয় লিস্টিং থাকল বলে রিয়েলটর ডট কমের ডাটায় দেখা যাচ্ছে।
জোনেস বলেন, ক্রেতাদের চাহিদা এবং বৃহত্তর অর্থনৈতিক উপাদানগুলোর কারণে বাজারে এই পরিবর্তন এসেছে।
 

শেয়ার করুন: