
ছবি: সংগৃহীত
নিউইয়র্ক স্টেট অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস আর্লি ওয়ার্নিং সার্ভিসেসের বিরুদ্ধে মামলা করছেন। এই কোম্পানিটি ইলেক্ট্রনিক পেমেন্ট প্লাটফর্ম জেলে পরিচালনার সাথে জড়িত। লেটিশিয়া জানিয়েছেন, ব্যাপক প্রতারণা থেকে ব্যবহাকারীদের সুরক্ষা দিতে ব্যর্থতার কারণে এই মামলা হচ্ছে।
বিনিয়োগকারীরা দেখতে পেয়েছেন যে জেলে মৌলিক সুরক্ষা ব্যবস্থা দিতে না পারায় প্রতারকেরা ২০১৭ থেকে ২০২৩ পর্যন্ত সময়কালে এক বিলিয়ন ডলারের বেশি অর্থ চুরি করেছে।
মামলায় দাবি করা হয়েছে, কোম্পানিটি জানত যে প্লাটফর্মটি নাজুক অবস্থায় রয়েছে। কিন্তু প্রতারণাবিরোধী সুরক্ষা বাস্তবায়নের জন্য তারা কিছুই করেনি। উল্লেখ্য জেপিমর্গ্যান চেস, ব্যাংক অব আমেরিকা, ক্যাপিটাল ওয়ান, ওয়েলস ফার্গোসহ যুক্তরাষ্ট্রের বিশাল কয়েকটি ব্যাংকের একটি গ্রুপ এই কোম্পানির মালিক।
অ্যাটর্নি জেনারেল তার মামলায় নিউ ইয়র্কের ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং আরো শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা কার্যকর করার জন্য আদালতের নির্দেশনা চেয়েছেন।
এক বিবৃতিতে জেমস বলেছেন, ‘প্রতারণার শিকার হওয়ার পর কাউকে যেন একই প্রতিকারের জন্য ছেড়ে দেওয়া না হয়, তা নিশ্চিত করা দরকার। জেলের নিরাপত্তা ব্যর্থতার কারণে দুর্ভোগে পড়া নিউ ইয়র্কারদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার পদক্ষেপ নিচ্ছি আমি।’