
ছবি: সংগৃহীত
পোর্ট অথোরিটি নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছের আবাসিক রাস্তা থেকে ট্রাক সরিয়ে নিতে নতুন একটি প্রকল্পের কাজ শুরু করতে যাচ্ছে। সাউথইস্ট কুইন্সের অধিবাসীরা কয়েক বছর ধরে এ ব্যাপারে অভিযোগ জানিয়ে আসছিল।
এই প্রকল্পের আওতায় বিমানবন্দরে ট্রাক পার্কিংয়ের জায়গা তিনগুণ বড় করা হবে বলে জানা গেছে। এছাড়া রেস্টরুম, ফুড কনসেশন এবং ইলেক্ট্রিক গাড়ি চার্জারগুলো আধুনিকায়ন করা হবে।
বর্তমানে পরিত্যক্ত খাবার প্রস্তুত ভবনের স্থানে সম্প্রসারিত ট্রাক প্লাজা নির্মাণ করা হবে। বর্তমানের এয়ারপোর্ট ট্রাক প্লাজায় বড়জোর ৫০টি ট্রাক রাখা যায়।
পোর্ট অথোরিটির নির্বাহী পরিচালক রিক কটন এক বিবৃতিতে বলেন, ট্রাক পার্কিং সম্প্রসারণ করাটা একটি বিশাল কাজ। এটা এই কমিউনিটির একটি বিরাট জয়। এর ট্রাক চালকরাও এতে খুশি হবে।
প্রকল্পটি ২০২৬ সালের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে।
জেএফকে এয়ারপোর্ট গত বছর ১.৬৭ মিলিয়ন টন মালামাল পরিবহন করেছে। আগের বছরের চেয়ে তা ৫ শতাংশ বেশি। আর ২০১৯ সালের তুলনায় বর্তমানে মালামাল পরিবহন বেড়েছে প্রায় ২৫ ভাগ। এটি এখন যুক্তরাষ্ট্রের অষ্টম ব্যস্ততম কার্গো বিমানবন্দর হিসেবে পরিচিত।