শনিবার, ৩০ আগস্ট ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

৫১০টি বিশ্বাসযোগ্য প্রমাণ মিলেছে

ইমিগ্রেশন ডিটেনশনে দেদারসে  লঙ্ঘন হচ্ছে মানবিধকার

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ০১:৩৬, ৯ আগস্ট ২০২৫

ইমিগ্রেশন ডিটেনশনে দেদারসে  লঙ্ঘন হচ্ছে মানবিধকার

ছবি: সংগৃহীত

ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারগুলোতে ব্যাপক হারে মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে বলে জানা গেছে। সিন্টের জন ওসফের মাসব্যাপী অনুসন্ধানে বিষয়টি বের হয়ে আসছে বলে এনবিসি নিউজ জানিয়েছে। অনুসন্ধানে ইমিগ্রেশন হেফাজতে লোকজনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের ৫১০টি বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে।

এসব লঙ্ঘনের মধ্যে শারীরিক বা যৌন অপব্যবহারের ৪১টি অভিযোগ, শিশুদের সাথে ১৮টি অসদাচরণের অভিযোগ, গর্ভবতী নারীদের সাথে অসদাচরণের ১৪টি অভিযোগ।
প্রতিবেদনে হোমল্যান্ড বিভাগের এক কর্মকর্তার (তার পরিচয় প্রকাশ করা হয়নি) উদ্ধৃতি দিয়ে বলা হয় যে তিনি গর্ভবতী নারীদের জনাকীর্ণ সেলে ফ্লোরে শুয়ে থাকতে দেখেছেন। ওইসব নারী ওসফের কর্মীদের কাছে চিকিৎসার ব্যবস্থা করার অনুরোধ করেছেন। তারা বলেছেন, মেডিক্যাল চেকআপের বদলে তারা কেবল পানি পান করতে পেরেছেন। লুইজিয়ানা প্রসেসিং সেন্টারে থাকা ছয় মাসের গর্ভবতী আরেক নারী বন্দী বলেন, দুইবার তার গর্ভপাত হওয়ার শঙ্কা সৃষ্টি হয়েছিল। তিনি এই অভিযোগ করেছিলেন প্রতিনিধি পরিষদ সদস্য আয়ানা প্রেসিলির কাছে। তিনি ওই স্থাপনা সফর করেছিলেন।
এ ব্যাপারে মন্তব্য করতে বলা হলে ডিএইচএস সহকারী সচিব ট্রিসিয়া ম্যঅকলাফলিন ইমেইলে বলেন, এ ধরনের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।
তিনি বলেন, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট হেফাজতে থাকা সকল বন্দীকে ‘পর্যাপ্ত খাবার, চিকিৎসা’ দেওয়া হয়। এছাড়া তারা যাতে আইনজীবীদের সাথে সাক্ষাত করতে পারেন, সে ব্যবস্থাও গ্রহণ করা হয়।
তিনি বলেন, তারা এখানে আসার সাথে সাথেই তাদের মেডিক্যাল, ডেন্টাল ও মেন্টাল স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
 

শেয়ার করুন: