শনিবার, ০২ আগস্ট ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

ওয়েসলের প্রতি  মেয়ের হৃদয়  নিংড়ানো শ্রদ্ধা

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৬:৩৮, ১ আগস্ট ২০২৫

ওয়েসলের প্রতি  মেয়ের হৃদয়  নিংড়ানো শ্রদ্ধা

ছবি: সংগৃহীত

নিহত ব্ল্যাকস্টোন নির্বাহী ওয়েসলে লিপার্টনারের প্রতি তার স্বামী ও কিশোরী মেয়ে হৃদয় নিংড়ানো শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। ম্যানহাটানের একটি সিনাগগে শত শত শোকপ্রকাশকারীর সামনে তারা তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সম্প্রতি পার্ক অ্যাভেনিউয়ে এক গোলাগুলিতে মর্মান্তিকভাবে নিহত হন ৪৩ বছর বয়স্ক ওয়েসলে। তিনি তখন তার অফিস ভবনের লবিতে অবস্থান করছিলেন। ওই দিনের হামলায় আরো তিনজন নিহত হয়। হামলাকারী শেন তামুরা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি চারজনকে গুলি করে নিজের দিকেই বন্দুকটি তাক করেছিলেন।
মিডটাউনের সেন্ট্রাল সিনাগগে তার অন্তেষ্টিক্রিয়ায় ৫০০-এর বেশি লোক জমায়েত হয়েছিল। তাদের উপস্থিতিতে তার ১৪ বছরের মেয়ে বলেন, ‘কঠিন সময়ে আমার মা ছিলেন আমার ভরসা।’
তিনি বলেন, ‘এ ধরনের দৃশ্যের কথা আমার মাথায় হাজারবার এসেছে। তবে আমি কেবল ভেবেছি যে আমার বয়স যখন অনেক হবে, তখন এমন সময় আসবে।’
তিনি বলেন, ‘আমি ১৪ বছর বয়সে এমনটা দেখার কথা কল্পনা করিনি। এমন কিছু ঘটনা অকল্পনীয়।’
তিনি বলেন, ‘প্রতিবারই যখন ডোরবেল বাজে, আমার মনে হয়, তিনিই এসেছেন। আমি উদ্দীপ্ত হই... আমি তাকে খুবই মিস করছি।’ 
আর ওয়েসলের স্বামী ইভান লেপার্টনার বলেন, ‘এখন আমার জীবনে মাউন্ড এভারেস্টের আকারে একটি বিশাল গর্তের সৃষ্টি হয়েছে।’
তিনি বলেন, ‘আমি জানি, এখানে আসা প্রত্যেকেরই তার মৃত্যুতে বিভিন্ন আকারের ক্ষতি হয়েছে।’
 

শেয়ার করুন: