বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

এতে ৫,০০০ পর্যন্ত ব্যক্তিকে রাখা যাবে

টেক্সাসে হচ্ছে যুক্তরাষ্ট্রের  বৃহত্তম ডিটেনশন সেণ্টার

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ২০:০৪, ২৫ জুলাই ২০২৫

টেক্সাসে হচ্ছে যুক্তরাষ্ট্রের  বৃহত্তম ডিটেনশন সেণ্টার

ছবি: সংগৃহীত

ট্রাম্প প্রশাসন টেক্সাসে যুক্তরাষ্ট্রের বৃহত্তম ইমিগ্রেশন ডিটেনশন সেন্টার নির্মাণ করতে যাচ্ছে। ১.২ বিলিয়ন ডলার ব্যয়ে এই বিশাল কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। টেক্সাসের এল প্যাসোর ফোর্ড ব্লিস আর্মি বেসে নির্মিত এই স্থাপনায় ৫,০০০ পর্যন্ত অবৈধ অভিবাসীকে রাখা যাবে। ট্রাম্প প্রশাসনের অভিবাসীদের ডিপোর্ট করার পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে এটি নির্মাণ করা হয়েছে।

প্রতিরক্ষা দফতরকে এই স্থাপনাটি বাস্তবায়নের ঠিকাদারি দেওয়া হয়েছে। এর কাজ শেষ হবে ২০২৭ সালের ৩০ সেপ্টেম্বর।
ট্রাম্পের ‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্টের’ আওতায় নতুন নতুন ডিটেনশন বেডের জন্য ৪৫ বিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে। ট্রাম্প প্রশাসন চাচ্ছে দিনে তিন হাজার পর্যন্ত অভিবাসীকে আটক করতে। এত লোকের থাকার জন্য নতুন নতুন কেন্দ্র নির্মাণও জরুরি হয়ে পড়েছে। ট্রাম্প প্রশাসন চাচ্ছে প্রতি বছর ১০ লাখ লোককে ডিপোর্ট করতে। 
চলতি মাসের প্রথম দিকে আইস ফ্লোরিডা রাজ্যে ‘অ্যালিগেটর আলকাটরাজ’ নামের একটি তাঁবু ডিটেনশন সেন্টার উদ্বোধন করেছে। স্থানটি সরীসৃপ উপদ্রুত এলাকা হিসেবে পরিচিত। এখানে তিন হাজার পর্যন্ত অভিবাসীকে রাখা যাবে। তবে স্থাপনাটি সম্প্রসারণ করে পাঁচ হাজার পর্যন্ত বন্দীর স্থান সঙ্কুলান করা যাবে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইন্ডিয়ানা এবং নিউজার্সির সামরিক বেসে আরো দুটি ইমিগ্রেশন ডিপোর্টেশন সেন্টার নির্মাণের কথা বলেছেন। এ দুটি স্থানে ৫,০০০ পর্যন্ত বন্দী রাখা যাবে।
ট্রাম্পের বর্ডার জার টম হোম্যান জানিয়েছেন, তারা আরো বন্দী রাখার জায়গা খুঁজছেন।
তিনি বলেন, ‘যত তাড়াতাড়ি আমরা আটককেন্দ্র হাতে পাবো, তত বেশি  করে রাস্তার লোকজনকে দিয়ে সেগুলো পূরণ করা হবে।
ইতোপূর্বে ফোর্ড ব্লিস ইমিগ্রেশনের কাজে ব্যবহৃত হয়েছে। এখানে অবৈধ শিশু অভিবাসী এবং যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের পর আফগান উদ্বাস্তুদের রাখা হয়েছিল।
 

শেয়ার করুন: