
ছবি: সংগৃহীত
বিভিন্ন যান ও ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে নিউইয়র্ক রাজ্যজুড়ে ৪৯,৮৪৩টি টিকিট ইস্যু করা হয়েছে। গভর্নর্স ট্রাফিক সেফটি কমিটি (জিটিএসসি) এ তথ্য জানিয়েছে। এসবের মধ্যে অসতর্ক অবস্থায় গাড়ি চালানোর জন্য ১,৫৬৩টি এবং গতিসীমা লঙ্ঘনের জন্য ৯,১০৩টি টিকিট ইস্যু করা হয়েছে। ইন্ডিপেনডেন্স ডে হলিডে উইকে অসতর্ক চালকরে টার্গেট করে পরিচালিত অভিযান নিয়ে এই তথ্য পাওয়া গেছে। অভিযানটি চালানো হয় ৩০ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত সময়কালে।
ডিপার্টমেন্ট অব মটর ভেহিক্যালস কমিশনার এবং জিটিএসসি চেয়ার মার্ক জে এফ শ্রোয়েডার বলেন, উৎসবের সময় যাতে মর্মান্তিক কোনো ঘটনা না ঘটে, তা নিশ্চিত করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়।
তিনি বলেন, ‘আপনি কখনো আপনার বন্ধু বা পরিবার সদস্যদের অসতর্কভাবে গাড়ি চালাতে দেবেন না। গাড়ি আস্তে চালাবেন, গতিসীমা লঙ্ঘন করবেন না। আর গাড়ি চালানোর সময় ফোন দূরে রাখবেন।’
আইনপ্রয়োগ নিশ্চিত করার জন্য জিটিএসসি রাজ্যজুড়ে মিডিয়া ক্যাম্পেইনও চালিয়েছে। এতে অসতর্কভাবে গাড়ি চালানোর বিপদ সম্পর্কে সচেতনতার প্রচারণা চালানো হয়। এদিকে ১০ লাখ ডলারের মেমোরিয়াল ডে ক্যাম্পেইন শুরু হয়েছে এবং তা ১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।