বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

সরকার এখন স্থানীয় আইন বাতিল চায়

নিউইয়র্ক সিটির স্যাঙ্কচুয়ারি  নীতির বিরুদ্ধে মামলা 

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ২০:০২, ২৫ জুলাই ২০২৫

নিউইয়র্ক সিটির স্যাঙ্কচুয়ারি  নীতির বিরুদ্ধে মামলা 

ছবি: সংগৃহীত

নিউইয়র্ক সিটির স্যাঙ্কচুয়ারি নীতির বিরুদ্ধে মামলা দায়ের করেছে ট্রাম্প প্রশাসন। তারা দাবি করেছে, নগরীর এই নীতিটি অসাংবিধানিক এবং এর ফলে ফেডারেল ইমিগ্রেশন অফিসারদের কাজ অনেক কঠিন হয়ে পড়েছে।

ইউএস ডিস্ট্রিক্ট কোর্ট ফর ইস্টার্ন ডিস্ট্রিক্ট অব নিউইয়র্কের দায়ের করা মামলাটিতে নিউইয়র্ক সিটির কয়েকটি আইনের উল্লেখ করে জানিয়েছে, এসবের ফলে ফেডারেল ও স্থানীয় আইনপ্রয়োগকারী কর্মকর্তারে মধ্যে পরামর্শ ও যোগাযোগে সমস্যা হচ্ছে। অথচ যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগ এবং আমেরিকানদের জীবন নিরাপদ রাখার জন্য এগুলো খুবই দরকার।
মামলায় বলা হয়, অভিবাসী নিয়ন্ত্রণের জন্য ফেডারেল কর্তৃপক্ষই হলো সুপ্রতিষ্ঠিত কর্তৃপক্ষ। কিন্তু নিউইয়র্ক সিটির আইনের কারণে তা বাস্তবায়ন করা যাচ্ছে না।
সরকার এখন এসব স্থানীয় আইন বাতিল চায়।
গত শনিবার ম্যানহাটানে কাস্টম বর্ডার প্রটেকশনের এক এজেন্টের গুলির প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির স্যাঙ্কচুয়ারি নীতি নিয়ে ফেডারেল ও সিটি নীতিনির্ধারকদের মধ্যে উত্তেজনার প্রেক্ষাপটে এই মামলাটি হলো।
এক অবৈধ অভিবাসী জর্জ ওয়াশিংটন ব্রিজের কাছে ওই অফ-ডিউটি এজেন্টকে গুলি করে। ফেডারেল কর্মকর্তারা বলছেন, ওই অভিবাসী ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে। গত নভেম্বরে তার বিরুদ্ধে ডিপোর্টেশন নির্দেশ জারি করা হয়েছিল।
এদিকে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম জানিয়েছেন, ওই গুলির ঘটনার পর প্রশাসন আরো ইমিগ্রেশন এজেন্টকে নিউইয়র্কে পাঠাবে।
 

শেয়ার করুন: